খেলা

অ্যাশেজেও বল ট্যাম্পারিং করেছিল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

২৫ এপ্রিল ২০১৮, বুধবার, ১:৩৬ পূর্বাহ্ন

গত মার্চে কেপটাউন টেস্টে বল ট্যাম্পারিং কেলেঙ্কারিতে বিধ্বস্ত অস্ট্রেলিয়া। সেই রেশ কাটতে না কাটতেই অজিদের বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনলো ইংল্যান্ড। ইংলিশ ওপেনার অ্যালিস্টার কুকের দাবি, অ্যাশেজ সিরিজেও বল ট্যাম্পারিং করেছিল অজিরা। বিশেষ করে পার্থ টেস্টে বল ট্যাম্পারিংয়ের ঘটনা ঘটেছে বলে তিনি সন্দেহ করছেন। গতকাল ইংল্যান্ডের এক স্থানীয় ক্লাবের অনুষ্ঠানে এসে ৩৩ বছর বয়সী কুক বলেন, পার্থ টেস্ট নিয়ে আমাদের কিছুটা সন্দেহ রয়েছে। বৃষ্টির পর মাঠ যখন ভেজা ছিল। তখন তারা কিভাবে রিভার্স সুইং করাতে পারছিল? ওই সময় আমরা খুবই অবাক হয়েছিলাম। যেখানে আমরা বলের গতি কোনভাবেই ঘণ্টায় ৯০ মাইলের বেশি নিতে পারছিলাম না, সেখানে তারা ধারাবাহিকভাবেই সেটা করতে পারছিল।  গত অ্যাশেজে ঘরের মাঠে ইংলিশদের ধসিয়ে ৪-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় অজিরা। কুকের সন্দেহ পার্থ টেস্ট নিয়ে। ওই টেস্টের পঞ্চম দিন বৃষ্টির কারণে ৩ ঘণ্টা খেলা বন্ধ থাকার পর ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। তাদের স্কোর তখন ৪ উইকেটে ১৩২ রান। জয়ের জন্য প্রয়োজন ১২৮ রান। ডেভিড মালান ও জনি বেয়ারস্টো ব্যাটিংয়ে ছিলেন। কিন্তু ভেজা মাঠে হঠাৎ করেই রিভার্স সুইং পাচ্ছিলেন অজি পেসাররা। আর অজিদের রিভার্স সুইংয়ে বিধ্বস্ত হয়ে দ্রুতই বাকি ৬ উইকেট হারিয়ে বসে ইংলিশরা। এ ইনিংসে জশ হ্যাজলউড ৪৮ রানে ৫ উইকেট নেন। দক্ষিণ আফ্রিকা সফরে বল ট্যাম্পারিং কেলেঙ্কারিতে জড়িত থাকায় ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন ৩ অজি ক্রিকেটার। এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। আর ৯ মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন ক্যামেরন বেনক্রফট। এ ঘটনায় পরবর্তীতে পদত্যাগ করেন অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status