বিনোদন

আলাপন

‘আমার কাছে সবার আগে দর্শক’

কামরুজ্জামান মিলু

২৫ এপ্রিল ২০১৮, বুধবার, ১০:০০ পূর্বাহ্ন

আবারো নতুন লুকে দর্শকের সামনে হাজির হয়েছেন ঢালিউডের কিং খানখ্যাত তারকা শাকিব খান। গত সপ্তাহে পশ্চিমবঙ্গের একশ’র বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ঢাকাই ছবির এই শীর্ষ তারকা অভিনীত নতুন ছবি ‘চালবাজ’। ভারতের এসকে মুভিজের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন ভারতের পরিচালক জয়দীপ মুখার্জি। এ ছবিটি আসছে শুক্রবার বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পেতে যাচ্ছে। তার আগে কথা হলো এ ছবির নায়ক শাকিব খানের সঙ্গে। তিনি মানবজমিনকে বলেন, আমি গত ২২শে এপ্রিল লন্ডন থেকে ঢাকায় ফিরেছি। লন্ডনে ‘ভাইজান এলো রে’ নামে একটি নতুন ছবির কাজ শেষ করলাম। আর খবর নিয়ে জানলাম যে, পশ্চিমবঙ্গে ‘চালবাজ’ দর্শকরা বেশ পছন্দ করছে। এদিকে বাংলাদেশে তো সোমবার বিনাকর্তনে ছবিটি ছাড়পত্র পেয়েছে। তাই এটি বাংলাদেশেও ভালো ব্যবসা করবে বলে আশা করছি। সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে ‘চালবাজ’ আমদানি করেছে এন ইউ ট্রেডার্স। ছবিটি পহেলা বৈশাখে মুক্তি দেওয়ার কথা থাকলেও অনুমতি না পাওয়ায় দেরিতে মুক্তি পাচ্ছে বাংলাদেশে। সেক্ষেত্রে ব্যবসায়িক দিক থেকে এটি পিছিয়ে পড়বে বলে মনে করছেন কি ? উত্তরে শাকিব খান বলেন, ছবির মার্কেট যত বড় হবে ব্যবসা তত বাড়বে। সালমান খান, শাহরুখ খান বা আমির  খানের মতো তারকারা দর্শকদের রুচি বুঝে সময়মতো সারা বিশ্বে একসঙ্গে ছবি মুক্তি দিচ্ছেন। বাংলাদেশে পহেলা বৈশাখে একই সময়ে ছবিটি মুক্তি পেলে হয়তো আরও ভালো হতো। ছবির মার্কেট বাড়তো। তবে এখন মুক্তি পেলেও ছবিটি দর্শকরা পছন্দ করবে বলে আমি আশা করছি। আমি মনে করি, ছবির বাজারটা আমাদের সবেমাত্র বড় হতে শুরু করেছে। সামনে আন্তর্জাতিকভাবে আরও বড় হবে। আর সারাবিশ্বে একসঙ্গে একসময় বাংলা ছবি মুক্তি পাবে। সেসময় আর খুব বেশি দূরে নয়। তবে সেজন্য সকলের সহযোগিতা ও আন্তুরিকতা খুব বেশি প্রয়োজন। শাকিব খান অভিনীত ‘আমি নেতা হব’ ছবিটি দর্শক সবশেষ প্রেক্ষাগৃহে দেখেছেন। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। এরপর চলতি বছর আবারো নতুন ছবি নিয়ে ফিরছেন শাকিব। কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রীর সঙ্গে ‘চালবাজ’ ছবিটি শুক্রবার এ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এর আগে তার অভিনীত শুভশ্রীর সঙ্গে ‘নবাব’ ছবিটি বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্যের দর্শক বেশ পছন্দ করেছেন। লন্ডনে সম্প্রতি শুটিং শেষ করে আসা ‘ভাইজান এলো রে’ ছবি প্রসঙ্গে জানতে চাইলে শাকিব খান বলেন, ছবির কাজ ভালো হয়েছে। এ ছবির শুটিং লোকেশন, গল্প, গান সবকিছুই দর্শক পছন্দ করবে। শ্রাবন্তী ও পায়েল সরকার আমার বিপরীতে অভিনয় করেছেন। ছবির ডাবিং শুধু বাকি রয়েছে। সে কাজে কয়েকদিন পর কলকাতায় যাবো। আর ঢাকায় ওয়াজেদ আলী সুমনের ‘ক্যাপ্টেন খান’ ও আশিকুর রহমান আশিকের ‘সুপারহিরো’ ছবির কিছু কাজ কয়েকদিন করবেন এই ঢালিউডের বিগস্টার। এদিকে উত্তম আকাশের ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’ ছবির কাজ এরইমধ্যে শেষ করেছেন শাকিব। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। এছাড়া শাকিব খান ও ববি অভিনীত ‘নোলক’ নামেও একটি ছবির কাজ বাকি রয়েছে। রাশেদ রাহা পরিচালিত এ ছবিতে আরও অভিনয় করেছেন ওমর সানী ও  মৌসুমী। ভারতের হায়দরাবাদে এ ছবির বেশকিছু অংশের কাজ হয়েছে। শাকিব সবশেষে বলেন, সামনে যেসব ছবিতে কাজ করতে যাচ্ছি, প্রত্যেকটি ছবির গল্প ও চরিত্র আলাদা। আমি দর্শকের কাছে নতুন লুকে নতুন ভাবে আসতে চাই। দর্শকদের ঠকাতে চাই না। দর্শকরা যে ধরনের ছবি পছন্দ করেন এবং যেভাবে আমাকে দেখতে চান সেভাবেই সামনের কাজগুলো করছি আমি। আমার কাছে সবার আগে দর্শক। তারপর অন্যকিছু।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status