বাংলারজমিন

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটি

সভাপতি আমিরুল সম্পাদক মাহবুব

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে

২৫ এপ্রিল ২০১৮, বুধবার, ১০:০৯ পূর্বাহ্ন

দীর্ঘ ২০ বছর পর সম্মেলন শেষে ২৭ সদস্যের মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। নতুন ওই জেলা কমিটির অনুমোদনে উৎফুল্ল জেলা ও উপজেলার নেতাকর্মীরা। জানা যায় ২৩শে এপ্রিল মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে এই সম্মেলন সম্পন্ন হয়। ২৪শে এপ্রিল সকাল থেকেই জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের ফেসবুকে কেন্দ্রীয় কমিটি অনুমোদিত দলীয় প্যাডে কেন্দ্রীয় সভাপতি এসআর সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত নতুন জেলা কমিটি ভাইরাল হয়। ১৯৯৮ সালের পর এই প্রথম সম্মেলন শেষে ২৭ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষিত হওয়ায় নেতাকর্মীরা আনন্দিত। কেন্দ্রীয় কমিটি অনুমোদিত একবছর মেয়াদী ওই নতুন কমিটির সভাপতি আমিরুল হোসেন চৌধুরী। রয়েছেন ১৩ জন সহ-সভাপতি। তারা হলেন- শেখ সামাদ, আখতার উদ্দিন, হাসান আহমেদ তারেক, মো. তানভীর আহমেদ শিপু, মাজহারুল ইসলাম রাব্বী, ফয়ছল মনসুর, অমিত রায়, সাইদুর রহমান মনি, জাকির হোসেন পান্না, সিদ্দিকুর রহমান ফজলে নূর, হুমায়ুন রশিদ রাজী, শেখ মো. মোর্শেদ জাহান মাসুম, সুমন আহমেদ। সাধারণ সম্পাদক মাহবুব আলম। যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সুজল, মেহের হোসাইন জাকির, টিকলু চন্দ্র কর, আব্দুল্লাহ আল শাম্মু। সাংগঠনিক সম্পাদক হলেন- মো. রাসেল আহমদ, তানভীর চৌধুরী রবিন, আব্দুর রউফ, সাকিবুল হাসান রাজিব, তুষার মোনায়েম। প্রচার সম্পাদক মো. বেলাল হোসেন। উপ-প্রচার সম্পাদক মেহদী হাসান
কবির ও রিফাত আহমদ। জানা যায় ২০১৫ সালের ১৯শে জুলাই ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম স্বাক্ষরিত এক পত্রে আসাদুজ্জামান রনিকে সভাপতি এবং সাইফুর রহমান রনিকে সাধারণ সম্পাদক করা হয়। অপর চার জন হলেন সহ-সভাপতি সৈয়দা সাবরিনা শারমিন ও সাজ্জাদুর রহমান রাজন, সাংগঠনিক সম্পাদক জাকের আহম্মেদ অপু ও সৌদ আল সুফিয়ান সাগর। গঠনতন্ত্র অনুযায়ী ২০১৬ সালের
১৯শে জুলাই শেষে হয় এই কমিটির মেয়াদ। কিন্তু বরা-বরের মতো ওই কমিটিও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে ব্যর্থ হয়। জেলা ছাত্রলীগের একাধিক সূত্র জানায়, ১৯৯৮ সালে মবশ্বির আলীকে জেলা ছাত্রলীগের আহ্বায়ক ও চার জনকে যুগ্ম আহ্বায়ক করে কেন্দ্রীয় ছাত্রলীগের তৎকালীন সভাপতি ও সাধারণ সম্পাদক মৌলভীবাজার জেলা ছাত্রলীগের একটি কমিটি অনুমোদন দেন। তিন মাসের আহ্বায়ক কমিটিতে ২০১২ সালের মাঝামাঝি পর্যন্ত চলে জেলা ছাত্রলীগের কার্যক্রম। এরপর মো. জাকারিয়াকে সভাপতি, হোসেন ওয়াহিদ সৈকতকে সাধারণ সম্পাদক ও জুবায়ের আহমদ তপুকে যুগ্ম সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের একটি কমিটি অনুমোদন দেয়। তখন এই কমিটি মেনে না নিয়ে বাতিলের জন্য একটি গ্রুপ জেলা সদরে বিক্ষোভ প্রদর্শন করে। তিন সদস্যের কমিটি দুই ধারায় বিভক্ত হয়ে বিভিন্ন ইউনিটে কমিটি অনুমোদন দিলেও ছাত্রলীগের কার্যক্রম গতিশীল হয়নি। ২০১৫ সালের মাঝামাঝি চলমান কমিটির কার্যক্রম বাতিল করে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিকসহ ছয় জনের নাম উল্লেখ করে আরেকটি কমিটি অনুমোদন দেয় কেন্দ্র। জেলা আওয়ামী লীগের তিন বলয়ের সমর্থিত ছাত্রলীগ নেতৃবৃন্দের সমন্বয় করে এ কমিটি অনুমোদন দেয়া হলেও তারাও পূর্ণাঙ্গ কমিটি গঠনে ব্যর্থ হয়। তবে নতুন ওই কমিটি ঘোষিত হওয়ার পর উৎফুল্ল নেতাকর্মীরা। সাবেক একাধিক ছাত্রলীগ নেতা বলেন নতুন কমিটি অতীতের সব ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের প্রত্যাশা ধীরে ধীরে পূরণ করবে। এখন থেকে যেন সম্মেলনের এই প্রক্রিয়া চলমান থাকে এমনটিই কেন্দ্রীয় কমিটির কাছে দাবি তাদের।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status