বাংলারজমিন

বিয়ানীবাজারে পৌর কাউন্সিলারকে অবাঞ্ছিত করা নিয়ে উত্তেজনা

মিলাদ জয়নুল, বিয়ানীবাজার (সিলেট) থেকে

২৫ এপ্রিল ২০১৮, বুধবার, ১০:০৯ পূর্বাহ্ন

বিয়ানীবাজার পৌরসভার কাউন্সিলর এবং আওয়ামী লীগ নেতার মধ্যে হাতাহাতির ঘটনায় দুপক্ষে উত্তেজনা বাড়ছে। ক্ষুব্ধ আওয়ামী লীগ নেতা নোমান আহমদের পক্ষে পৌরসভার ১নং ওয়ার্ড (শ্রীধরা) আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাউন্সিলর হাফিজ এমাদ আহমদকে অবাঞ্ছিত ঘোষণা করে। এ এমাদের অনুসারীরা এলাকায় নোমান আহমদকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে। পৌরশহরের পিএইচজি উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে ফেসবুকে ছবি ছড়িয়ে দেয়ার অভিযোগ নিয়ে আওয়ামী লীগ কর্মী নোমান আহমদের সঙ্গে কাউন্সিলর হাফিজ এমাদ আহমদের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে তাদের দুজনই কমবেশী আহত ও অপদস্থ হয়েছেন। তবে ফেসবুক সংক্রান্ত বিষয় অস্বীকার করে কাউন্সিলর এমাদ আহমদ বলেন, রাস্তার ওপর বসতি নির্মাণ করার সময় বাধা দেয়ার জের ধরে নোমান আহমদ আমার ওপর ক্ষিপ্ত ছিলেন। অবশ্য নোমান আহমদ জানান, ফেসবুকে ছবি আপলোড করা নিয়ে বাগবিতণ্ডার পর হামলার শিকার হন তিনি। কাউন্সিলর এমাদের নেতৃত্বে এলাকার কিছু শিবিরকর্মী তার ওপর এ হামলা চালায়। তিনি এমাদকে ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ করেন। তবে ছাত্রশিবিরের পক্ষ থেকে কাউন্সিলার এমাদ তাদের দলের কেউ নয় বলে জানানো হয়েছে। তাছাড়া এ ঘটনায় শিবিরের কেউ জড়িত নয় বলেও এক বিবৃতিতে জানানো হয়। এদিকে ঘটনার পর থেকে অনেকটা অবরুদ্ধ অবস্থায় আছেন কাউন্সিলর এমাদ আহমদ। তিনি বাড়ির বাইরে বের হতে পারছেন না বলে অভিযোগ করেছেন। বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল মুন্সী জানান, উভয়পক্ষ থেকে অভিযোগ দেয়া হয়েছে। এসব অভিযোগের তদন্ত চলছে।
এলাকাবাসী সূত্র জানায়, শ্রীধরা বাজারের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বৈঠকে কাউন্সিলর এমাদ আহমদকে অবাঞ্ছিত করার সিদ্ধান্ত নেয়া হয়। এতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কাউন্সিলর হাফিজ এমাদ আহমদ জানান, এটি পৌর পরিষদের ইজ্জতের বিষয়। একজন কাউন্সিলরকে এভাবে অপদস্ত করা মেনে নেয়া হবে না। আমরা বিষয়টি নিয়ে পৌর পরিষদের সবাই ঐক্যবদ্ধ। প্রয়োজনে আমরাও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাবো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status