খেলা

রাজ্জাকের দিনে দক্ষিণাঞ্চলের দাপট

স্পোর্টস রিপোর্টার

২৫ এপ্রিল ২০১৮, বুধবার, ১০:০১ পূর্বাহ্ন

বাংলাদেশ ক্রিকেট লীগে (বিসিএল) বিসিবি উত্তরাঞ্চলের সামনে শিরোপা জয়ের সহজ সমীকরণ। ড্র করলেই চ্যাম্পিয়ন। অন্যদিকে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলকে চ্যাম্পিয়ন হতে হলে জিতলেই চলবে না, পেতে হবে বোনাস পয়েন্টও। কিন্তু ম্যাচ প্রথম দিনেই সেই চ্যালেঞ্জে এগিয়ে গেছে দক্ষিণাঞ্চল। এদিন রাজ্জাকের বোলিং তাণ্ডবে উত্তরাঞ্চল গুটিয়ে গেছে মাত্র ১৮৭ রানে। অধিনায়ক নূরুল হাসানের টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত বিফলে যেতে দেননি অভিজ্ঞ আব্দুল রাজ্জাক ৫৩ রানে ৫ উইকেট নিয়ে। এমন বোলিংয়ে পাশাপাশি ছুঁয়েছেন নতুন রেকর্ডও। এ নিয়ে ৩৩ বার বল হাতে ৫ উইকেট নিলেন রাজ্জাক। আগের ম্যাচে মধ্যাঞ্চলের বিপক্ষে ৬ উইকেট নিয়ে এনামুল হক জুনিয়রকে স্পর্শ করেছিলেন। গতকাল নিজের মাঠ খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে ছাড়িয়ে গেলেন সবাইকে। তার রেকর্ডের দিনে ব্যাট হাতেও দারুণ শুরু করেছে দক্ষিণাঞ্চল। ব্যাট করতে নেমে দলের ২১ রানের সময় সৌম্য সরকার আউট হন। কিন্তু ফিফটি হাঁকিয়ে এনামুল হক বিজয় ও ইমরুল কায়েস ধাক্কা সামলে ওঠেন। দিন শেষে প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ১১৫ রান ১ উইকেট হারিয়ে। যদিও এখনো তারা পিছিয়ে ৭২ রানে।
দীর্ঘদিন পর সাদা পোশাকে মাঠে নেমেছিলেন দেশ সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে তাকে ছাপিয়ে বন্ধু ও স্বতীর্থ স্পিনার বল হাতে দারুণ দাপট দেখেন। শেষ বিকালে এনামুল ৫২ ও ইমরুল ৫১ রান করে ব্যাটিংয়েও দাপট ধরে রাখেন। তারা গড়েছেন অপরাজিত ৯৩ রানের জুটি। এর আগে ব্যাট করতে নানা উত্তরাঞ্চল মাত্র ৭৬ রানের মধ্যে হারায় প্রথম ৫ উইকেট। দিনের প্রথম আঘাত মাশরাফি বিন মুর্তজার। বল হাতে সাদা পোশাকে ফিরেই জুনায়েদকে ৭ রানে বিদায় করে দলের জন্য দারুণ শুরু এনে দেন মাশরাফি। ২২ রান করা আরেক ওপেনার মিজানুর রহমানকে ফিরিয়ে দিয়ে দ্বিতীয় সফলতা পান স্পিনার সাকলাইন সজীব। দারুণ ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত এরপর দলকে টেনে তোলার চেষ্টা করেন। তাকে সঙ্গ দিতে এসে সজীবের দ্বিতীয় শিকার ১২ রান করা ফরহাদ হোসেন। একটু দেরি করে বল হাতে নিলেও হঠাৎ করেই সব চিত্র বদলে দেন স্পিনার আব্দুর রাজ্জাক। পরপর তিন উইকেট তুলে নেন তিনি। অধিনায়ক জহিরুল ইসলাম, উইকেটকিপার ব্যাটসম্যান ধিমান ঘোষ ও অলরাউন্ডার আরিফুল হককে দাঁড়াতেই দেননি এই স্পিনার। দলের স্কোর এক’শ পাড় হতেই হাল ছারেন শান্ত। দারুণ ফর্মে থাকা এ ব্যাটসম্যান ৫২ রানে বিদায় করেন পেসার কামরুল ইসলাম রাব্বি। এরপর দলকে প্রায় একাই টানেন সোহরাওয়ার্দী শুভ। তাকে খানিকটা সহায়তা করেন ১১ নম্বর ব্যাটসম্যান শফিউল ইসলাম। দশম উইকেট দুই জনে গড়েন ৪২ রানের জুটি। প্রথম ইনিংসে এটাই উত্তরাঞ্চলের সেরা জুটি। শেষ পর্যন্ত এ জুটি ভাঙ্গেন রাজ্জাক। শফিউলকে ফিরিয়ে নেন নিজের পঞ্চম উইকেট। শুভ ৫৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন।
সাদমান-মজিদের সেঞ্চুরিতে রানের পাহাড়ে মধ্যাঞ্চল

রাজশহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে দারুণ শুরু করেছে ওয়ালটন মধ্যাঞ্চল। যদিও দলের ২৯ রানের সময় ওপেনার সাইফ হাসানকে হারায় তারা। কিন্তু প্রথম দিন শেষে তাদের সংগ্রহ চার উইকেটে ৪০৬। মূলত ওপেনার সাদমান ইসলাম অনিককে নিয়ে দলের হাল ধরেছিলেন অভিজ্ঞ আবদুল মজিদ। প্রথম শ্রেণির ক্যারিয়ারে দু’জন পেয়েছেন সেঞ্চুরি। সাদমান ১৫৭ বলে ১১ চার ৩ ছয়ে করেন ১১২ রান। ৩৪ ম্যাচের প্রথম ক্যারিয়ারে এটি তার ৫ম সেঞ্চুরি। অন্যদিকে মজিদ ছিলেন আরো বিধ্বংসী। ১৮২ বলে ১৮ চারের সঙ্গে ৬ চারে করেন ১৫৯ রান। আহত হয়ে মাঠ ছাড়ার কারণেই ডাবল সেঞ্চুরির দেখা পাননি এই ওপেনার। এটি তার ৫৬ ম্যাচের ক্যারিয়ারে ৭ম সেঞ্চুরি। দিন শেষে ৫০ রান করে অপরাজিত আছেন শুভাগত হোম। সঙ্গে আছে আরেক অভিজ্ঞ মোশাররফ হোসেন।
সংক্ষিপ্ত স্কোর
বিসিবি-প্রাইম ব্যাংক
(খুলনা, প্রথম দিন)
টস: প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল (ফিল্ডিং)
উত্তরাঞ্চল ১ম ইনিংস: ৫৮.৩ ওভারে ১৮৭ (মিজানুর ২২, শান্ত ৫০, শুভ ৫৯*, শফিউল ১৪; রাজ্জাক ৫/৫৩, মাশরাফি ১/৪৯, রাব্বি ১/৪৩, সাকলাইন ২/২০)
দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ২৯ ওভারে ১১৫/১ (এনামুল ৫২*, সৌম্য ১২, ইমরুল ৫১*; শফিউল ১/২৮)।
ওয়ালটন-ইসলামী ব্যাংক
(রাজশাহী, প্রথম দিন)
টস: ওয়ালটন মধ্যাঞ্চল (ব্যাটিং)
ওয়ালটন মধ্যাঞ্চল ১ম ইনিংস:৮৯ ওভারে ৪০৬/৪ (সাইফ ২১, সাদমান ১১২, মজিদ ১৫৯ (আহত), শুভগত হোম ৫০*, রুবেল ৭*, সোহাগ গাজী ১৪০/৩)
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status