খেলা

প্রথম লেগ জিতেও সতর্ক আবাহনী

স্পোর্টস রিপোর্টার

২৫ এপ্রিল ২০১৮, বুধবার, ১০:০০ পূর্বাহ্ন

প্রথম লেগে আইজল এএফসিকে ৩-০ গোলে হারিয়েও নিজেদের মাঠে সতর্ক ঢাকা আবাহনী। সবদিক থেকে এগিয়ে থাকলেও কোচ সাইফুল বারী টিটু সতর্ক। প্রথম লেগের দাপুটে জয়ের আত্মতৃপ্তি যেন পেয়ে না বসে, সেজন্য শিষ্যদের বাড়তি সর্তক থাকার পরামর্শ দিচ্ছেন তিনি। এএফসি কাপের ‘ই’ গ্রুপের ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ বিকাল সাড়ে ৪টায় মুখোমুখি হবে দুই দল। ১১ই এপ্রিল প্রথম লেগের ম্যাচে আইজলের মাঠে ৩-০ গোলে জিতেছিল আবাহনী।
একটা বিষয় স্পষ্ট আবাহনীর সামনে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই ধানমণ্ডির জায়ান্টদের। ইতিমধ্যে তিন ম্যাচ খেলে ফেলেছে লিগ চ্যাম্পিয়নরা। এএফসি কাপের মূল পর্বে যেতে হলে পরের (৩ ম্যাচ) প্রত্যেক ম্যাচই জয় চাই আবাহনীর। কাজটা মোটেও সোজা নয় এ বিষয়টিও জানে আকাশী-নীল জার্সিধারীরা। আইজলের পরে ঘরের মাটিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ভারতের ব্যাঙ্গালুরু ও অ্যাওয়ে ম্যাচে জিততে হবে মালদ্বীপের নিউ রেডিয়ান্টের সঙ্গে। তবে, আপাতত আগামীকালের ম্যাচের দিকেই পূর্ণ মনোযোগ রাখতে চায় সাইফুল বারী টিটুর শিষ্যরা। আন্তর্জাতিক এ টুর্নামেন্টে টিকে থাকতে আরো গোল চায় দেশের লীগ চ্যাম্পিয়নরা। তাই স্ট্রাইকারদের নিয়ে আক্রমণভাগ সাজাচ্ছেন আবাহনী কোচ সাইফুল বারী টিটু। ‘ই’ গ্রুপে তিন নম্বরে অবস্থান করছে আবাহনী। গোল ব্যবধান বাড়িয়ে পয়েন্ট টেবিলে শক্ত অবস্থান তৈরি করতে চায় তারা। ‘আইজলের মাঠ থেকে ফেরার পর কিছুদিন ক্যাম্প চলেছিল। এরপর বৈশাখ ও আরো কিছু কারণে কয়েকদিন বন্ধ থাকার পর ফের ক্যাম্প হয়েছে। মানসিকভাবে ছেলেরা ভালো আছে এবং ভালো কিছু করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ভালো ফলের জন্য ছেলেদের দিকেই তাকিয়ে আছি’- ম্যাচের আগেরদিন বলছিলেন আবাহনীর কোচ সাইফুল বারী টিটু। বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশ সেরা এই কোচ বলেন, নিজেদের মাঠে খেলার সুবিধা আছে-বিষয়টি এভাবে ভাবলে আসলে ফোকাস নষ্ট হয়। ম্যাচটাকে কঠিন হিসেবে দেখছি, যাতে ছেলেদের আত্মতুষ্টি পেয়ে না বসে। তাছাড়া আইজলের হারানোর কিছু নেই। ফুটবলে নির্দিষ্ট দিনে যেকোনো কিছুই হয়ে যেতে পারে।’ রুবেল মিয়া, এলিসন উডোকা ও সেইয়া কোজিমার গোলে প্রথম লেগের প্রথমার্ধেই আই লীগের চ্যাম্পিয়নদের কোণঠাসা করে ফেলেছিল আবাহনী। ফিরতি লেগেও ফরোয়ার্ডদের কাছে দ্রুত গোল চান টিটু। ‘ওদের বিপক্ষে প্রথম ম্যাচ সহজ ছিল না। ওই ম্যাচের পরিসংখ্যান অনুযায়ী ওরা আমাদের পোস্টে ১৭টা শট নিয়েছিল, যার মধ্যে ৩টা লক্ষ্যে ছিল। আসলে ওদেরকে আমরা ডি-বক্সের বাইরে থেকে শট নেয়ার সুযোগ দিয়েছিলাম। এবারো আমাদের লক্ষ্য ওদের ডি-বক্সে ঢুকতে না দেয়া এবং এ ম্যাচেও দ্রুত গোল চাই আমরা।’ আই লীগ জয়ের পর অধিকাংশ খেলোয়াড় দল ছেড়েছে, কোচকে বিদায় করেছে ক্লাব-এমন অনেক ভাঙা-গড়ার মধ্যে আইজল আছে বলে সংবাদ সম্মেলনে জানালেন দুই মাস আগে দলটির দায়িত্ব নেয়া সন্তোষ কাশ্যপ। আবাহনীর বিপক্ষে লড়াকু ফুটবল খেলার লক্ষ্য বারবার জানালেন তিনি। ‘আমাদের দলটা খুবই তরুণ। এএফসি কাপ এই ছেলেদের জন্য মেলে ধরার সুযোগ। প্রথম লেগে দ্বিতীয়ার্ধে আমরা আধিপত্য করেছিলাম কিন্তু কোনো সুযোগ কাজে লাগাতে পারিনি। আশা করি, ম্যাচটি উপভোগ্য হবে; ছেলেরা লড়াই করবে।’ এদিকে আজকের ম্যাচটি শিশু ও স্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি করে দিয়েছে আবাহনী।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status