দেশ বিদেশ

গ্রিন-ক্লিন সিটি খুলনা গড়তে দোয়া চাইলেন মঞ্জু

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে

২৫ এপ্রিল ২০১৮, বুধবার, ৯:৫০ পূর্বাহ্ন

নির্বাচনী অঙ্গীকার ‘গ্রিন সিটি ও ক্লিন সিটি’ বাস্তবায়ন করতে নগরবাসীর দোয়া, সমর্থন ও ভোট প্রার্থনার মধ্য দিয়ে কেসিসি নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোট সমর্থিত নজরুল ইসলাম মঞ্জু আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। গতকাল মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে বয়রাস্থ আঞ্চলিক নির্বাচন অফিসে প্রতীক বরাদ্দ হয়।
ধানের শীষ প্রতীক হাতে বেরিয়ে এসে নজরুল ইসলাম মঞ্জু বলেন, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে, ভোটের অধিকার ফিরিয়ে আনতে নগরবাসী তাদের ভোট দেয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। তাদের পছন্দের প্রার্থীকে পছন্দের প্রতীকে তারা ভোট দিতে চায়। নির্বাচন কমিশনের কাছে দাবি থাকবে, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সর্বাত্মক প্রস্তুতি নিন। মানুষ যাতে নির্বিঘেœ ভোট দিতে পারে তার ব্যবস্থা করুন। কালো টাকা, পেশীশক্তি ও দুর্বৃত্তরা যাতে কোনো ধরনের প্রভাব ফেলতে না পারে। নিরপেক্ষ নির্বাচন হলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত বলে দাবি করেন তিনি।
সকাল সাড়ে ১০টায় কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে আসেন নজরুল ইসলাম মঞ্জু। এখানে আসন্ন নির্বাচনে ভালো ফলাফল অর্জনের জন্য মহান রাব্বুল আলামিনের সহায়তা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে বিএনপি, ২০দলীয় জোট এবং অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী সাথে নিয়ে নগরীর প্রাণকেন্দ্রে গণসংযোগ করেন তিনি। এ সময় পথচারী, যানবাহনের যাত্রী, অফিস- আদালত, ব্যাংক-বীমা, ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থানরতদের হাতে ধানের শীষের লিফলেট তুলে দেয়া হয়। কর্মীরা হ্যান্ড মাইকে আওয়ামী দুঃশাসনের অবসান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে ত্বরান্বিত করতে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান। এর আগে সকাল সাড়ে ৯টায় নজরুল ইসলাম মঞ্জু বিএনপিসহ ২০দলীয় জোটের শীর্ষ নেতাদের নিয়ে টুটুপাড়া কবরস্থানে যান। সেখানে চিরনিদ্রায় শায়িত তার পিতা-মাতার কবর জিয়ারত করেন। এসব কর্মসূচিতে তার সঙ্গে উপস্থিত ছিলেন নির্বাচনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাহারুজ্জামান মোর্ত্তজা, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসেন, সাবেক এমপি কাজী সেকেন্দার আলী ডালিম, সাবেক এমপি সৈয়দা নার্গিস আলী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য রবিউল ইসলাম রবি, খেলাফত মজলিসের মাওলানা গোলাম কিবরিয়া, বিজেপির অ্যাডভোকেট লতিফুর রহমান লাবু, জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা গোলাম রসুল, পিপলস লীগের ডা. আফতাব হোসেন, বিএনপি নেতা আমীর এজাজ খান, মোল্লা আবুল কাশেম, জলিল খান কালাম, জাফরউল্লাহ খান সাচ্চু প্রমুখ।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status