দেশ বিদেশ

মধ্যরাতে ৩ ছাত্রীকে হলচ্যুতকরণ

সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষের অপসারণ চায় ছাত্রজোট

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

২৫ এপ্রিল ২০১৮, বুধবার, ৯:৪২ পূর্বাহ্ন

মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের তিন ছাত্রীকে অভিভাবকদের হাতে তুলে দেয়া ও সাধারণ ছাত্রীদের হয়রানির ঘটনায় হলটির প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিতা রেজওয়ানা রহমানের অপসারণ দাবি করেছে প্রগতিশীল ছাত্র জোট। গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন জোটের নেতারা। এ সময় জোটের পক্ষে প্রাধ্যক্ষের পদত্যাগসহ ৭টি দাবি তুলে ধরেন জোটের সমন্বয়ক ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা। তিনি বলেন, ‘কোটা সংস্কারের আন্দোলনে অংশ নেয়ার কারণে কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান এশা’র নেতৃত্বে সাধারণ ছাত্রীদের ওপর হামলা হয়েছে। সেই হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুসরণ না করেই একের পর এক সিদ্ধান্ত নিয়েছেন ও মন্তব্য করেছেন। যার মধ্য দিয়ে প্রশাসনের দল দাসত্বের পরিচয় স্পষ্ট হয়েছে।’ তিনি বলেন, ‘প্রাধ্যক্ষ কর্তৃক শিক্ষার্থী নিপীড়ন ও হয়রানির ঘটনার পর তার কোনো নৈতিক অধিকার নেই দায়িত্বে বহাল থাকার। এ ন্যক্কারজনক আইনবিরুদ্ধ হীনকর্মের জন্য অবিলম্বে তাঁকে অপসারণ করা উচিত।’ এ সময় তিনি কোটা সংস্কারের আন্দোলন চলাকালে ঢাবি ভিসির বাসভবনে হামলা, অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানান। এই হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনারও দাবি করেন গোলাম মোস্তফা। এ সময় তিনি জোটের পক্ষে নিজেদের দাবিসমূহ তুলে ধরেন। দাবি সমূহ হলো- কবি সুফিয়া কামাল হলের নিপীড়ক প্রাধ্যক্ষকে অপসারণ করতে হবে; কোটা ব্যবস্থা বাতিল নয়, কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার করতে হবে; কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের ওপর হামলাকারী পুলিশ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার করে শাস্তি দিতে হবে; অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে এবং নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে সিনেট পূর্ণাঙ্গ করতে হবে; প্রয়োজন ও মেধার ভিত্তিতে হলে সিট বণ্টন করতে হবে; অবিলম্বে গেস্টরুম-গণরুম নির্যাতন, ভর্তি ও সিট বাণিজ্য, হলে-ক্যাম্পাসে র‌্যাগিং, মাদক ব্যবসা ও সন্ত্রাস-দখলদারিত্ব বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে; কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সহসভাপতি সুমন শেখ, বিপ্লবী ছাত্র মৈত্রীর সহসভাপতি সাদেকুল ইসলাম সোহেল, ছাত্র-ঐক্য ফোরামের যুগ্ম আহ্বায়ক সরকার আল ইমরান প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status