বিশ্বজমিন

যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ইরানের

মানবজমিন ডেস্ক

২৫ এপ্রিল ২০১৮, বুধবার, ৯:৩১ পূর্বাহ্ন

পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে গেলে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। প্রেসিডেন্ট হাসান রুহুানি বলেন, হোয়াইট হাউস যদি পারমাণবিক চুক্তি অব্যাহত রাখতে ব্যর্থ হয়, তাহলে ইরান এর কড়া জবাব দেবে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে ইরানের প্রেসিডেন্ট এসব কথা বলেন। এ খবর দিয়েছে আল জাজিরা।

খবরে বলা হয়, প্রেসিডেন্ট রুহুানি ২০১৫ সালে ইরানের সঙ্গে ছয় বিশ্ব শক্তির স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি অব্যাহত রাখার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানান। পাশাপাশি চুক্তি থেকে বেরিয়ে গেলে কড়া জবাব দেয়ার অঙ্গীকার করেন। যুক্তরাষ্ট্র পারমাণবিক চুক্তিতে নিজেদের অংশগ্রহণ অব্যাহত রাখবে কিনা সে বিষয়টি আগামী ১২ই মে নিশ্চিত করবেন ট্রাম্প। এর কয়েক সপ্তাহ পূর্বে যুক্তরাষ্ট্রকে এই হুঁশিয়ারি দিলো ইরান। এর আগে রোববার যুক্তরাষ্ট্রের সিবিএস টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ জাবেদ জরীফ বলেন, যুক্তরাষ্ট্র আসলেই যদি চুক্তি থেকে নিজেদের সরিয়ে নেয়, তাহলে ইরান পারমাণবিক কার্যক্রম পূর্বের তুলনায় আরো বৃদ্ধি করবে।

প্রেসিডেন্ট ট্রাম্প কয়েক দফা পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসার পক্ষে মত দিয়েছেন। তিনি ওই চুক্তিতে ইতিহাসের নিকৃষ্টতম চুক্তি বলেও আখ্যা দিয়েছেন। আর কোনো বিকল্প না পাওয়া গেলে দ্রুতই তিনি চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয়ার ঘোষণা দেন।
এদিকে চুক্তি অব্যাহত রাখার জন্য ট্রাম্পকে অনুরোধ করেছেন অন্য অংশীদাররা। রোববার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন বলেন, ‘পারমাণবিক চুক্তির কোন বিকল্প নেই। ইরানের সঙ্গে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে কি এই চুক্তি যথাযথ? অবশ্যই না। কিন্তু পারমাণবিক অস্ত্র হ্রাস করার জন্য এর বিকল্প কোন উপায় নেই।’ সোমবার রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্র গেছেন ম্যাক্রোন। ধারণা করা হচ্ছে, চুক্তি অব্যাহত রাখার বিষয়ে যুক্তরাষ্ট্রকে রাজি করাতে সর্বোচ্চ চেষ্টা চালাবেন তিনি। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পকে রাজি করানোর জন্য ম্যাক্রনকে অসাধ্য সাধন করতে হবে। এছাড়া ট্রাম্পকে রাজি করাতে জার্মানি, বৃটেনসহ চুক্তি স্বাক্ষরকারী অন্য দেশগুলো জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, পারমাণবিক কার্যক্রম হ্রাস করার জন্য ২০১৫ সালে ইরানের সঙ্গে ছয় বিশ্ব শক্তির চুক্তি হয়। ইরান ছাড়া চুক্তিতে স্বাক্ষরকারী অন্য দেশগুলো হলো- চীন, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি ও যুক্তরাষ্ট্র। চুক্তির শর্ত অনুযায়ী ইরানকে অর্থনৈতিক অবরোধ থেকে মুক্তি দেয়া হয়। ফলে দেশটি মূল ধারার বিশ্ব অর্থনীতিতে ফিরে আসে। বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত রাখা হয়।



   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status