বাংলারজমিন

সুনামগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশ নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি

২৫ এপ্রিল ২০১৮, বুধবার, ৯:২২ পূর্বাহ্ন

সুনামগঞ্জে আসামি ধরতে গিয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় ইমান আলী (২০) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ সময় এএসআই মীর হোসেন (৪০) আহত হন। সোমবার সন্ধ্যায় দুর্ঘটনার পর রাত সাড়ে ১০টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই পুলিশ কনস্টেবল।
নিহত ইমান আলী দক্ষিণ সুনামগঞ্জ থানায় কর্মরত ছিলেন। তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কুঞ্জবন গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় তারা দুজন আসামি ধরতে মোটরসাইকেলে চড়ে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নোয়াখালী বাজারের উদ্দেশে রওনা দেন। সুনামগঞ্জ-সিলেট সড়কের আহসানমারা সেতু এলাকায় পৌঁছলে তাদের মোটরসাইকেলকে কাভার্ডভ্যান ধাক্কা দিলে তারা দুজন সড়কের পাশে ছিটকে পড়েন। গুরুতর আহত হন তারা দুজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এএসআই মীর হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেন এবং গুরুতর আহত ইমান আলীকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাত সাড়ে ১০টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কনস্টেবল ইমান আলী মারা যান। ঘটনার পর পুলিশ কাভার্ডভ্যান চালক সুমন মিয়া (৪০) ও হেলপার রিপন মিয়া (৩০)কে আটক করেছে।

পুলিশ সুপার মো. বরকতুল্লাহ জানান, সোমবার সন্ধ্যায় থানা থেকে এএসআই মীর হোসেন ও কনস্টেবল ইমান আলী মোটরসাইকেলে করে দক্ষিণ উপজেলার নোয়াখালী বাজারে যাচ্ছিলেন।
একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ইমান আলী গুরুতর আহত হন। রাতে কনস্টেবল ইমান আলী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status