বাংলারজমিন

রুয়েট ও পাবনায় ২ জনকে হত্যা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ও রাবি প্রতিনিধি :

২৫ এপ্রিল ২০১৮, বুধবার, ৯:১২ পূর্বাহ্ন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক বাসচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে রয়েট ক্যাম্পাস সংলগ্ন অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। নিহত বাসচালকের নাম আব্দুস সালাম (৫২। তিনি মহানগরীর দেবিশিংপাড়া এলাকার কোবাত খালিফার ছেলে। তবে তিনি পরিবার নিয়ে রুয়েট ক্যাম্পাসের কর্মচারি কোয়ার্টারে থাকতেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় সোমবার মধ্যরাতে নিহত সালামের ছেলে পলাশ বাদী হয়ে নগরীর মতিহার থানায় অজ্ঞাত পরিচয় বেশ কয়েকজনের নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন। তবে কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী।   

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান জানান, সোমবার রাতে রুয়েট ক্যাম্পাসের মধ্যে বাস রেখে আব্দুস সালাম অগ্রণী স্কুল এ্যান্ড কলেজের সামনে দিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন। ওই সময় কয়েকজন দুর্বৃত্ত তার উপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে দেখেন তিনি রক্তাক্ত অবস্থায় মাটিয়ে লুটিয়ে আছেন। পরে তারা তাকে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী  মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে ৮নং ওয়ার্ডে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সালাম মারা যান। নিহতের মাথায় ও শরীরে অসংখ্য ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। ওসি আরো বলেন, পরে লাশ সেখান থেকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে বা কারা এ হামলা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সনাক্ত করতে পুলিশ তদন্ত করেছে। তবে এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তিনি বলেন, আশা করছি যত দ্রুত সম্ভব হত্যার মোটিভ এবং এই ঘটনার সঙ্গে কারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হবে।

স্টাফ রিপোর্টার, পাবনা থেকে: পাবনা পৌর এলাকার নারায়ণপুরে একটি ছাত্রাবাসের ছাদ থেকে এক যুবকের গলা কাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শাহেদ হাসান শুভ (২২)। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। সোমবার দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। নিহত শুভ পাবনা পৌর সদরের নারায়ণপুর উত্তরপাড়া মহল্লার আরশেদ আলমের ছেলে। নিহত শুভর বড় ভাই ও সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট রাশেদ আলী সোহেল জানান, এইচএসসি ফেল করার পর নিজ বাসার নিচেই শুভকে পরিবারের পক্ষ থেকে মুদিখানা দোকান করে দেয়া হয়। এলাকাটি ছাত্রদের মেস হওয়ায় প্রতি রাত ১টার দিকে দোকান বন্ধ করে বাসায় ফেরে শুভ। তার কাছে বাসার কলাপসিবল গেটের একটা চাবি থাকে। সোমবারও অনেক রাত পর্যন্ত বেচাকেনা শেষে বাসায় যায় সে। গতকাল সকালে শুভকে ঘরে না দেখে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। পরে বাসা সংলগ্ন তার চাচা মাসুদ পারভেজের চার তলা বাসার ছাদে শুভকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়া হয়। শুভর বাসা ও তার চাচার বাসার ছাদ এক সঙ্গে। এ ছাদ থেকে ও ছাদ অনায়াসে যাতায়াত করা যায়। সোহেল হাসান আরো জানান, সোমবার রাতে শুভর কাছে দু’জন অতিথি এসেছিলেন। তাদের তিনি চিনতে পারেননি। ভেবেছিলেন শুভর পরিচিত বন্ধু হবে। নিহত শুভ কিছুদিন আগ পর্যন্ত ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিল। পরিবারের চাপে সম্প্রতি রাজনীতি ছেড়ে ব্যবসায় জড়িত হয়। এতে ক্ষুব্ধ হয়ে পূর্ববিরোধের জেরে পরিচিত কেউ তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। পাবনা সদর থানার অফিসার ইনচার্জ ওবাইদুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। কারা, কিভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।


   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status