এক্সক্লুসিভ

যুক্তরাষ্ট্রে বেক্সিমকো ফার্মার তৃতীয় ওষুধ রপ্তানি শুরু

অর্থনৈতিক রিপোর্টার

২৫ এপ্রিল ২০১৮, বুধবার, ৮:৫৯ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে মেথোকার্বামল (৫০০ মি.গ্রা. ও ৭০০ মি.গ্রা.) রপ্তানি শুরু করেছে দেশের নেতৃস্থানীয় ওষুধ প্রস্তুত ও রপ্তানিকারক প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মা। এই ওষুধের প্রথম চালানটি ২১শে এপ্রিল পাঠানো হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় ওষুধের বাজার যুক্তরাষ্ট্রে এটা বেক্সিমকো ফার্মার তৃতীয় ওষুধ। এর আগে ২০১৬ সালের আগস্ট কার্ভেডিলল এবং ২০১৭ সালের নভেম্বর মাসে সোটালল নামের ওষুধ যুক্তরাষ্ট্রে রপ্তানি করে কোম্পানিটি। মেথোকার্বামল অক্সিলিয়াম ফার্মাসিউটিক্যালস-এর মাসেল রিলাক্সেনট ওষুধ রবাক্সিন-এর জেনেরিক সমতুল্য। আইকিউভিআইএ’র তথ্য অনুসারে যুক্তরাষ্ট্রে মেথোকার্বামল-এর বাজার প্রায় ২৩.৩৭ মিলিয়ন ইউএস ডলার। এ প্রসঙ্গে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান, এমপি, বলেন- যুক্তরাষ্ট্রে তৃতীয় ওষুধ রপ্তানির মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় বাজারটিতে আমাদের অবস্থান ক্রমশ শক্তিশালী হচ্ছে। যুক্তরাষ্ট্রে আমাদের প্রোডাক্ট পোর্টফোলিও বৃদ্ধির ব্যাপারে আমরা সংকল্পবদ্ধ এবং আমরা আশা করছি আগামী বছরগুলোতে বেক্সিমকো ফার্মার বড় বাজার হবে দেশটি। আন্তর্জাতিক বাজারে মানসম্পন্ন ওষুধ রপ্তানির মাধ্যমে দ্রুত ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনের মধ্য দিয়ে বেক্সিমকো সকল গ্রাহক ও শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষায় সদা সচেষ্ট। বেক্সিমকো ফার্মা ২০১৫ সালের জুন মাসে দেশের প্রথম ওষুধ প্রস্তুতকারী কোম্পানি হিসেবে ইউএস এফডিএ কর্তৃক নিরীক্ষিত ও অনুমোদিত হয়। বর্তমানে কোম্পানিটি ৫০টিরও বেশি দেশে ওষুধ রপ্তানি করছে। বেক্সিমকো ফার্মা ইউএস এফডিএ, এজিইএস (ইইউ), টিজিএ অস্ট্রেলিয়া, হেলথ কানাডা, জিসিসি এবং টিএফডিএসহ বিশ্বের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক স্বীকৃত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status