অনলাইন

নবাবগঞ্জের আনিস মাস্টার আর নেই

স্টাফ রিপোর্টার

২৪ এপ্রিল ২০১৮, মঙ্গলবার, ৩:৫৪ পূর্বাহ্ন

ঢাকার নবাবগঞ্জের খানেপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আনিস উদ্দিন আহমেদ আর নেই (ইন্নালিল্লাহি ... রাজিউন) । আজ মঙ্গলবার  রাজধানীর গ্রীণ লাইফ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।মরহুমের এক ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য গুনীজন রেখে গেছেন। প্রবীন এ শিক্ষাগুরুর মৃত্যুতে ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সালমা ইসলাম, সামাজিক সংগঠন সেভ দ্য সোসাইটি এন্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরামের সভাপতি এডভোকেট সাইদুর রহমান মানিক ও  ঢাকা সাংবাদিক ফোরামের নেতৃবৃন্ধসহ বিভিন্ন সুধীমহল গভীর শোক প্রকাশ ও নিহতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। মরহুমের  জানাজা আগামীকাল তার গ্রামের বাড়ি নবাবগঞ্জে অনুষ্ঠিত হবে। প্রবীন এ শিক্ষাগুরু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করে  আলোকিত সমাজ গড়ার জন্য নিজ গ্রামে নির্মাণ করেছেন খানেপুর উচ্চ বিদ্যালয় নামে একটি স্কুল। শুধু প্রতিষ্ঠা করেই ক্ষান্ত হননি।শুরু থেকেই বিনা পয়সায় প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আলো ছড়িয়েছেন অকাতরে।  যিনি আনিস মাস্টার নামে পরিচিত। পরিচিত গ্রামীন সমাজের আলোকবর্তীকা হিসেবেও। অবহেলিত সমাজের জন্য নিবেদিত এই মানুষটি গত ১৫ দিন ধরে রাজধানী ঢাকার গ্রিণ লাইফ হাসপাতালে লাইফ সাপোর্টে  ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status