দেশ বিদেশ

তারেক রহমানকে ফেরত দিতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান আওয়ামী লীগের

স্টাফ রিপোর্টার

২৪ এপ্রিল ২০১৮, মঙ্গলবার, ৯:৩৩ পূর্বাহ্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অবিলম্বে বাংলাদেশের আইনের আওতায় সোপর্দ করার জন্য যুক্তরাজ্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে আওয়ামী লীগ। গতকাল রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। তিনি বলেন, এই ধরনের অপরাধী ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকের স্থান যুক্তরাজ্যে হতে পারে না। তারেক রহমানের কাছে বাংলাদেশের কোনো পাসপোর্ট যদি থাকে সেটি আগে দেখাক। তিনি ওয়ান ইলেভেনের পর একবার মাত্র পাসপোর্ট রিনিউ করেছেন। এরপর বৃটিশ হোম অফিসের মাধ্যমে ডাকযোগে তিনি বাংলাদেশি পাসপোর্ট স্যারেন্ডার করেন। তিনি বলেন, আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম মিথ্যা বলার মানুষ নন। তিনি যেটি বলেছেন, সেটা তথ্যের ভিত্তিতে। এখানে বিএনপি কি বললো কিংবা কি করলো সেটা তাদের ব্যাপার। বিএনপি আদালতে যাওয়ার যে হুমকি দিয়ে রেখেছে তার জবাবে তিনি বলেন, তারা চাইলে যেতে পারে। আমরাও তার আইনি জবাব দেবো। আবু সাঈদ আল মাহমুদ স্বপন আরো বলেন, গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, বিএনপি জিয়া পরিবারকে ধ্বংসের জন্য বারবার আওয়ামী লীগকে দায়ী করছে। আমি বলবো, জিয়া পরিবার ধ্বংসের নায়ক স্বয়ং তারেক রহমান। তারেকের মতো খলনায়ক থাকতে সেই দল ধ্বংসের জন্য আর কারো প্রয়োজন নেই। তারেক রহমানকে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে জানিয়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, বিএনপি তাদের নেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা এবং লন্ডনে পলাতক সাজাপ্রাপ্ত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার সরকারি উদ্যোগ সম্পর্কে ক্রমাগত মিথ্যাচার এবং বিভ্রান্তিমূলক বক্তব্য রেখে চলেছেন। এমনকি রিজভী জিয়া পরিবারকে ধ্বংসের চক্রান্ত করছে বলে সরকারের বিরুদ্ধে হাস্যকর ও মনগড়া অভিযোগ করছে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুননাহার লাইলী, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন অপু, আনোয়ার হোসেন, পারভীন জামান কল্পনা প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status