অনলাইন

শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

স্টাফ রিপোর্টার

২৩ এপ্রিল ২০১৮, সোমবার, ৯:০৮ পূর্বাহ্ন

চতুর্দশ শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। লিখিত পরীক্ষায় স্কুল পর্যায়ে ১৫ হাজার ৩৬২ জন ও স্কুল-২ পর্যায়ে ৬২৪ জন এবং কলেজ পর্যায়ে ৩ হাজার ৮৭৭ উত্তীর্ণ হয়েছেন বলে আজ শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। পরীক্ষার ফল http://ntrca.teletalk.com.bd এবং http://ntrca.teletalk.com.bd সাইটে পাওয়া যাবে। এছাড়া উত্তীর্ণদের মোবাইল ফোনে এসএমএস করেও ফল জানিয়ে দেয়া হচ্ছে। বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক হতে চাইলে অবশ্যই শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণের সনদ থাকতে হয়। ২০০৫ সাল থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এই পরীক্ষা নেয়া শুরু করে। স্কুল-কলেজের পরিচালনা পর্যদের ক্ষমতা খর্ব করে সরকার এনটিআরসিএর মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দিচ্ছে।

[এফএম]
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status