বাংলারজমিন

লোহাগাড়ায় সংবাদ সম্মেলন

এমপি নদভীর সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের দূরত্ব বাড়ছে

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

২৪ এপ্রিল ২০১৮, মঙ্গলবার, ৮:১২ পূর্বাহ্ন

আওয়ামী লীগ সরকার পরিচালনা করে আসলেও সরকারের কোনো উন্নয়ন কর্মকাণ্ড ও সভা-সমাবেশে স্থানীয় আওয়ামী লীগকে সম্পৃক্ত করছেন না চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা নদভী। তিনি বরাবরই স্থানীয় আওয়ামী লীগকে অবজ্ঞা করে চলছেন। সরকারি বরাদ্দ, উন্নয়ন কর্মকাণ্ড ও সভা-সমাবেশসহ সবকিছুতেই স্থানীয় আওয়ামী লীগকে পাশ কাটিয়ে তার আত্মীয়-স্বজন নিয়ে নিজের

খেয়াল-খুশিমত পরিচালনা করে যাচ্ছেন। ফলে, স্থানীয় এমপি ড. আবু রেজা নদভীর সঙ্গে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের দূরত্ব দিন দিন বেড়েই চলছে। এমন অভিযোগ করলেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন হিরু। গত ২০শে এপ্রিল সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এসব অভিযোগ তুলে ধরেন। এ ছাড়াও সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী বলেন, গত বৃহস্পতিবার লোহাগাড়া উপজেলা পরিষদ চত্বরে ইউএনও মাহাবুব আলমকে অপসারণের দাবি জানিয়ে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলের সঙ্গে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কোনো সম্পর্ক নেই। মিছিলে সংগঠনের কোনো নেতা উপস্থিত ছিলেন না। একটি কুচক্রীমহল এমপি নদভীর এজেন্ডা বাস্তবায়নের জন্য দলীয় ব্যানার ব্যবহারে সরকারের উচ্চপর্যায়ে সুবিধা পেতে পরিকল্পিতভাবে এ হীনমানের কাজ করেছে। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানান।
এ ছাড়াও এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন হিরু, আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা মো. জামাল উদ্দীন, কাশেম মিয়া, ফরিদ আহমদ, নাজমুল হাসান মিন্টু, মুজিবুর রহমান, মো. মিয়া ফারুক, তৈয়বুল হক বেদার, আবুল কালাম আজাদ, হাজি মাহমদুল হক, এমএস মামুন, মামুনুর রশিদ চৌধুরী, নুরুল হক কন্ট্রাক্টর প্রমুখ।



   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status