বাংলারজমিন

টু ক রো খ ব র

২৪ এপ্রিল ২০১৮, মঙ্গলবার, ৮:১২ পূর্বাহ্ন

শিবগঞ্জে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ১
চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি: শিবগঞ্জে র‌্যাব অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের আরসেদ আলীর ছেলে মোহসিন আলী ওরফে মতিন (৩০)। রাজশাহী র‌্যাব ৫-এর পক্ষ থেকে পাঠানো মুঠোফোনের ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর এলাকায় অভিযান চালিয়ে ২টি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মতবিনিময় সভা
আমতলী (বরগুনা) প্রতিনিধি: আমতলীতে সোমবার দুপুরে  মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. আশরাফ হোসেন আমতলী উপজেলা নির্বাহী অফিসারের  কার্যালয়ে ই ফাইলিং মাল্টিমিডিয়া ও ওয়েভ পোর্টাল বিষয়ে মতবিনিময় সভা করেছেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সরোয়ার হোসেন। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম দেলওয়ার হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মজিবর রহমানসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ ও সরকারি কর্মকর্তাবৃন্দ। পরে তিনি আমতলী একে সরকারি হাই স্কুলের আইসিটি কার্যক্রম পরিদর্শন করেন।

সিংড়ায় পুষ্টি সপ্তাহ উদযাপন
সিংড়া (নাটোর) প্রতিনিধি: ‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে নাটোরের সিংড়ায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

বরুড়ায় অবৈধ পলিথিন উদ্ধার
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি: বরুড়ায় পরিবেশ অধিদপ্তরের পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ পলিথিন উদ্ধার করা হয়েছে। গতকাল কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তরের বিশেষ অভিযানে বরুড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন এর বাড়িতে চল্লিশ বস্তা পলিথিন উদ্ধার ভ্রাম্যমাণ আদালত, এছাড়াও বাজারে থাকা তার পলিথিন দোকান, গাউছুল আজম স্টোর ও সুরুজ মিয়ার মুদি দোকানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদলত আরো প্রায় ৫০ বস্তা পলিথিন উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত।

সুবর্ণচরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
সুবর্ণচর  (নোয়াখালী) প্রতিনিধি: সুবর্ণচরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুর আড়াইটায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা র্নিবাহী অফিসার মো. আবু ওয়াদুদ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজাউল করিম এবং নোয়খালী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবনাথ সিনহা উপস্থিত ছিলেন।

সোনাইমুড়ীতে ডাকাতি
সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি: সোনাইমুড়ীতে এক ব্যাংকের ক্যাশিয়ারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা স্বর্ণালঙ্কার, নগদ অর্থ লুটে নেয়। এ সময় গৃহকর্তা নুরুল হুদা বাধা দিলে তাকে ধারালো ছুরি দিয়ে মাথায় আঘাত করে। ঘটনাটি ঘটেছে রোববার দিবাগত গভীর রাতে উপজেলার আমিশাপাড়া ইউপির বাছারগাও গ্রামের আসাদ সেরাং বাড়িতে। স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারসূত্রে জানা যায়, উপজেলার বাছারগাও গ্রামের মৃত শফি উল্যার ছেলে নুরুল হুদা পার্শ্ববর্তী বেগমগঞ্জ উপজেলার গোপালপুর অগ্রণী ব্যাংকে ক্যাশিয়ারের পদে চাকরি করে আসছেন।
 

তালতলীতে রাখাইন পল্লীতে আগুন
তালতলী (বরগুনা) প্রতিনিধি: তালতলীতে রাখাইন পল্লীতে আগুন লেগে ১টি ঘর পুড়ে ছাই ও ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। ঘটনাটি ঘটে গত রোববার রাত ৯টায়  সময় উপজেলার বড়বগী ইউনিয়নের ১নং ওয়ার্ডের রাখাইন পাড়ায়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, অগ্নিকাণ্ডে মিঃ চিথাঅং তালুকদারের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

রাজারহাটে কর্মশালা
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: রাজারহাটে ২৩শে এপ্রিল সোমবার তথ্য কমিশনের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সাবেক যুগ্ম সচিব ও তথ্য কমিশন-ঢাকা এর মো. আবুল হোসেন। ইউএনও মুহ. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাসেম, উপজেলা আওয়ামী লীগের সা. সম্পাদক আলহাজ আবুনুর মো. আক্তারুজ্জামান, থানা অফিসার ইনচার্জ মো. মোখলেসুর রহমান, কৃষি অফিসার ষষ্ঠী চন্দ্র রায়, প্রেস ক্লাবের সা. সম্পাদক মো. রফিকুল ইসলাম প্রমুখ।

সাদুল্যাপুরে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন
সাদুল্যাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: ডা. আজাদ রওশন ফাউন্ডেশনের উদ্যোগে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় সোমবার দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে স্থানীয় ভূক্তভোগিদের বিভিন্ন জটিলসহ নানা প্রাথমিক রোগ সমূহের চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়। আগতদের সুস্থতায় পরামর্শসহ প্রাথমিক ওষুধ প্রদান করেন গাইবান্ধা-৩ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রখ্যাত অর্থোপেডিক সার্জন ডা. শাহ্‌ মোঃ ইয়াকুব-উল-আজাদ চিকিৎসা সেবা দেন।

লাকসামে ব্যবসায়ীদের দ্বিবার্ষিক সম্মেলন
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: লাকসামে কাপড় ও গার্মেন্টেস ব্যবসায়ীদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে লাকসাম পাবলিক হলে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সভাপতি মো. তাজুল ইসলাম। সম্মেলনে সর্ব সম্মতিতে সভাপতি হিসাবে আলহাজ মো. অহিদুল ইসলাম বাচ্চু, মো. মনির হোসেন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এছাড়া সম্মেলনে সহ-সভাপতি হিসেবে সাংবাদিক আবদুল কুদ্দুস, বাসুদেব সাহা, বিল্লাল হোসেন ও গোলাম ফারুক।  সাংগঠনিক পদে সমির সাহা ও কোষাধ্যক্ষ পদে সজল সাহাকে নির্বাচিত করেন।


হালুয়াঘাটে ৮৫০ পিস ইয়াবাসহ আটক ২
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি: হালুয়াঘাটে ৮৫০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। এরা হলেন- বান্দরবন জেলার লামা উপজেলার চিউনি মিজানপাড়া গ্রামের আবুয়াল হোসেন মাস্টারের পুত্র মো. পাবেল খান ও কক্সবাজারের চকরিয়া উপজেলার খয়ারিপাড়া গ্রামের নাছির উদ্দিনের পুত্র নাজিম উদ্দিন ওরফে শুকুর আলী। এ ঘটনায় হালুয়াঘাট থানায় তিনজনের নামে মাদক আইনে মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম তালুকদার।

আড়াইহাজারের এসআই ‘ক্লোজড’
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: এক ব্যক্তিকে হয়রানি ও তার সঙ্গে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার শিক্ষানবিশ উপ-পরিদর্শক (পিএসআই) মনির হোসেনকে ‘ক্লোজ’ করা হয়েছে।
ক্লোজ করার পর গতকাল সকালে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ হক।
তিনি জানান, ব্যাংক কর্মকর্তা শফিকুর রহমানকে হয়রানি ও তার সঙ্গে অসদাচরণ করা অভিযোগ প্রমাণিত হওয়ায় নারায়ণগঞ্জের পুলিশ সুপার মঈনুল হকের নির্দেশে পিএসআই মনির হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

নাটোরে মানববন্ধন
নাটোর প্রতিনিধি: ‘ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে শিক্ষা বোর্ড গঠনের দাবিতে নাটোরে মানববন্ধন ও স্মারকলিপি করেছে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন জেলা শাখা। সোমবার নাটোর প্রেস ক্লাবের সামনে সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনকালে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি আল মাহমুদ রিফাত, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ডা. মিজানুর রহমানসহ নেতৃবৃন্দ। বক্তারা বলেন, এর আগে তাদের দাবির প্রেক্ষিতে ২০০৯ সালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক স্টেট মেডিকেল ফ্যাকাল্টি নামের পরিবর্তন করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে নামকরণ করার কথা ছিল। অথচ আজও সে সিদ্ধান্ত কার্যকর হয়নি।

পিরোজপুরে ২জনের যাবজ্জীবন
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মমতাজ বেগমকে (২০) হত্যার অভিযোগে আল আমিন (৩০) ও মুকুল বেগম (২৬) নামে দুই জনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। পাশাপাশি দ-িতদের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদ- দেয়া হয়েছে। গতকাল দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান আসামিদের অনুপস্থিতিতে মামলার এ চূড়ান্ত রায় ঘোষণা করেন।

এমপি লিটন হত্যা মামলায় ৩ জনের সাক্ষ্যগ্রহণ
উত্তরাঞ্চল প্রতিনিধি: গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় গতকাল তিন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে । গাইবান্ধা জেলা ও দায়রা জর্জ রাশেদা সুলতানার আদালতে এই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়।

সিরাজদিখানে মানববন্ধন
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: সিরাজদিখানে সন্ত্রাসী হামলার প্রতিবাদে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। গতকাল বেলা ১১ টায় উপজেলার বালুরচর ইউনিয়নের মধ্যম কয়রাখোলা গ্রামে এ মানববন্ধন করা হয়। ভুক্তভোগী মান্নান সিদ্দিকী জানান, আমি এলাকায় সন্ত্রাসী মনিরের মিথ্যা বিচার এবং বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করি বলেই আমাকে সন্ত্রাসী হামলার শিকার হতে হয়েছে।

নাসিরনগরে মতবিনিময় সভা
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: নাসিরনগর উপজেলা সদ্য যোগদানকারী  নির্বাহী কর্মকর্তা মো. মাসউদ পারভেজ মজুমদার গতকাল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি সবার সহযোগিতায় চেয়েছেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, আজিজুর রহমান চৌধুরী, আজমত আলী, আঃ মজিদ, বাংলাদেশ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক  মো. আব্দুল হান্নান, হাকিম রেজা,  নিহারেন্দু চক্রবর্তী প্রমুখ।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status