খেলা

কোপা দেল রে

রেকর্ড শিরোপা বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক

২৩ এপ্রিল ২০১৮, সোমবার, ৯:৩৭ পূর্বাহ্ন

একগাদা রেকর্ড গড়ে স্প্যানিশ কোপা দেল রে’র শিরোপা জিতলো এফসি বার্সেলোনা। শনিবার আসরের ফাইনালে সেভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দেয় তারা। আসরে ৮৫ বছর পর প্রথম দল হিসেবে টানা চারবার শিরোপা জয়ের কৃতিত্ব দেখালো বার্সা। এর আগে ১৯৩০, ১৯৩১, ১৯৩২ ও ১৯৩৩’র আসরে কোপা দেল রে’র শিরোপা জেতে অ্যাথলেটিক বিলবাও। অ্যাটলেটিকো মাদ্রিদের নতুন স্টেডিয়াম ওয়ান্দা মেট্রোপলিটানোতে ফাইনালে বার্সার হয়ে জোড়া গোল করেন লুইস সুয়ারেজ। নিজে এক গোল করার পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেন বার্সা আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ফাইনালে একটি করে গোল করেন আন্দ্রেস ইনিয়েস্তা ও ফিলিপ্পে কুটিনহো। ৩৮ বছর পর কোপা দেল রে’র ফাইনালে ৫ গোলের ব্যবধানে হারজিতের ঘটনা দেখা গেল। সর্বশেষ ১৯৮০’র ফাইনালে কাস্তিয়াকে ৬-১ গোলে হারিয়ে শিরোপা জেতে রিয়াল। আর ৯৬ বছর পর আসরের ফাইনালে ৫ গোল করলো বার্সেলোনা। এর আগে ১৯২২’র ফাইনালে রিয়াল ইউনিয়নকে ৫-১ গোলে হারায় তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে সেভিয়ার বিপক্ষে শেষ আট ফাইনালের সাতটিতেই জয়ের কৃতিত্ব দেখালো কোপা দেল রেতে সর্বাধিক ৩০ বারের শিরোপা জয়ী বার্সা। আর চলতি মৌসুমে ডাবল শিরোপা জয়ের পথে তারা। স্প্যানিশ লা লিগায় শেষ পাঁচ ম্যাচের একটিতে জিতলেই শিরোপা নিশ্চিত হবে বার্সার। এদিন প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বার্সেলোনা। ম্যাচের ১৪তম মিনিটে ফিলিপ্পে কুটিনহোর পাসে গোল করে দলকে এগিয়ে দেন লুইস সুয়ারেজ। ৩১তম মিনিটে জর্দি আলবার পাসে ব্যবধান দ্বিগুণ করেন লিওনেল মেসি। এর দুই মিনিট পর এ আর্জেন্টাইন ফরোয়ার্ডের পাসে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন সুয়ারেজ। ম্যাচের ৫২তম মিনিটে মেসির পাসে দলের চতুর্থ গোলটি করেন স্প্যানিয়ার্ড মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। আসরের ফাইনালের ইতিহাসে বার্সার জার্সি গায়ে এটাই তার প্রথম গোল। পরে ৬৯তম মিনিটে পেনাল্টি থেকে দলের শেষ গোলটি করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপ্পে কুটিনহো। ডি-বক্সে সেভিয়ার ফরাসি ডিফেন্ডার ক্লেম লংয়ের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

রেকর্ডে উজ্জ্বল মেসি-সুয়ারেজও
স্প্যানিশ কোপা দেল রে’র ফাইনালে সেভিয়ার বিপক্ষে গোল করে রেকর্ড গড়লেন লিওনেল মেসি। আসরে ইতিহাসে দ্বিতীয় ফুটবলার হিসেবে পাঁচবার ফাইনালে গোল করার কৃতিত্ব দেখালেন এ আর্জেন্টাইন ফরোয়ার্ড। এর আগে ২০০৯, ২০১২, ২০১৫ ও ২০১৭’র ফাইনালে গোল করেন তিনি। মেসির আগে ১৯৪০-১৯৫০’র পাঁচ আসরের ফাইনালে গোলের কীর্তি গড়েন অ্যাথলেটিকো বিলবাওয়ের স্প্যানিয়ার্ড ফরোয়ার্ড তেলমো জারা। তবে মেসির চেয়ে ফাইনালের গোলসংখ্যায় এগিয়ে জারা। পাঁচ ফাইনালে তার রয়েছে ৮ গোল। অন্যদিকে মেসি পেয়েছেন ছয় গোল। কোপা দেল রে’তে এটি মেসির ৪৮তম গোল। তবে শেষ ১০ মৌসুমে টানা সাফল্যে ৪৫ গোল পেলেন মেসি। ক্যারিয়ারে ক্লাব এবং জাতীয় দলের হয়ে ২৭টি ফাইনাল খেলে ২৮ গোলের পাশাপাশি ১২টি অ্যাসিস্ট করেন তিনি। বার্সার জার্সি গায়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫০ গোল পূর্ণ হলো লুইস সুয়ারেজের। আর  বার্সার জার্সি গায়ে খেলা সব আসরের ফাইনালে গোল করলেন এ উরুগুইয়ান স্ট্রাইকার। এর আগে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ, ইউয়েফা সুপার কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ ও স্প্যানিশ সুপার কাপের ফাইনালে গোলের কৃতিত্ব দেখান সুয়ারেজ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status