দেশ বিদেশ

গর্ভকালীন সঠিক পরিচর্যার অভাবে দেশে সেরিব্রাল পালসি রোগের প্রকোপ বেশি

স্টাফ রিপোর্টার:

২৩ এপ্রিল ২০১৮, সোমবার, ৯:২২ পূর্বাহ্ন

বাংলাদেশে গর্ভকালীন সময়ে যথার্থ পরিচর্যার অভাবে বাংলাদেশে সেরিব্রাল পালসির প্রকোপ বেশি বলে জানিয়েছেন ইপনার পরিচালক অধ্যাপক ডা. শাহীন আকতার। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইপনা শুরু থেকে এ পর্যন্ত প্রায় ১১ হাজার  সেরিব্রাল পালসিতে আক্রান্ত রোগীর চিকিৎসা সেবা প্রদান করেছে। গতকাল বিএসএমএমইউর একমাত্র ইনস্টিটিউট ইপনা’র উদ্যোগে সেরিব্রাল পালসি রোগের ওপর ‘সেরিব্রাল পালসি: এন আপডেট’ শীর্ষক এক কর্মশালায় এই তথ্য জানান তিনি।  বাংলাদেশি শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তারদের সেরিব্রাল পালসি রোগ ও তার নিরাময়ে সর্বশেষ আপডেট তথ্য জানানো এবং অভিজ্ঞতা বিনিময় এ কর্মশালার উদ্দেশ্য।

ইন্টারন্যাশনাল চাইল্ড নিউরোলজি অ্যাসোসিয়েশন-এর সহযোগিতায় আয়োজিত এ কর্মশালার আয়োজন করা হয়। সেরিব্রাল পালসি বিষয়ে ইপনার সহযোগী অধ্যাপক ডা. গোপেন কুমার কুণ্ডু বলেন, সেরিব্রাল পালসি হলো শিশুদের বিকাশজনিত এক ধরনের সমস্যা। যা শিশুর জন্মের সময়, মায়ের গর্ভে থাকাকালীন অথবা জন্মের পরে মস্তিষ্কের আঘাতজনিত কারণে হয়ে থাকে। এরফলে শিশুর শারীরিক প্রতিবন্ধিতার পাশাপাশি কথা বলা, কানে শোনা এমন কি দৃষ্টিশক্তির ক্ষেত্রেও সমস্যা হয়ে থাকে। বাংলাদেশে এ ধরনের বুদ্ধি প্রতিবন্ধীদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি, তবে বিশ্বে ১০০০ শিশুর মধ্যে ২ থেকে ৩ জন শিশুর এই সমস্যা রয়েছে।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, বিশ্বখ্যাত শিশু স্নায়ুরোগ বিশেষজ্ঞ ভারতের অধ্যাপক প্রতিভা সিংহী, ইংল্যান্ডের ডা. বিজু আব্দুল হামিদ, ভারতের ডা. হারলিন প্রমুখ। কর্মশালায় সারা দেশ থেকে আগত প্রায় চার শতাধিক ডাক্তার অংশগ্রহণ করেন। উল্লেখ্য, ইপনা অটিজম, সেরিব্রাল পালসিসহ অন্যান্য স্নায়ু বিকাশজনিত রোগের সমন্বিত চিকিৎসা ও ব্যবস্থাপনা প্রদান করে থাকে। এছাড়াও ইপনা এ সংক্রান্ত বিষয়ে গবেষণা, প্রশিক্ষণ এবং কোর্স পরিচালনা করে আসছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status