দেশ বিদেশ

রাস্তায় নামার প্রস্তুতি নিন - গয়েশ্বর

স্টাফ রিপোর্টার

২৩ এপ্রিল ২০১৮, সোমবার, ৯:২১ পূর্বাহ্ন

বিএনপি নেতাকর্মীদের রাস্তার নামার প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, আমরা যদি জেল ভয় না পাই, আমরা যদি জেলে যেতে চাই; তাহলে শেখ হাসিনা খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধ্য হবে। খালেদা জিয়ার মুক্তি দাবিতে গতকাল বিকালে জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ ফেনী জেলা জাতীয়তাবাদী পরিষদ আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। গয়েশ্বর রায় বলেন, জেলখানায় আর্থিকভাবে সামর্থ্যবানদের এসিও দেয়া হয়। কিন্তু আমাদের নেত্রীকে যেভাবে রাখা হয়েছে সেটা মানসিকভাবে নির্যাতন ছাড়া আর কিছু নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে প্রধানমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন তিনি। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেছেন, এটা তারেক রহমানের আব্বার দেশ। তারেকের আব্বা জিয়াউর রহমান এই দেশটাকে স্বাধীন করেছেন। এদেশে তো তারেক আসবেনই। এটা নিয়ে আপনার ওস্তাদি করার দরকার নেই। তারেক রহমান যখন আসবেন তখন আপনি আর থাকতে পারবেন না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশে করে গয়েশ্বর রায় বলেন, আপনাদের সঙ্গে আলোচনা করার দরকার আমাদের নেই। বরং আলোচনাটা মনে হয় আপনাদেরকেই করতে হবে। কারণ দেশে গণতন্ত্র যখন ফিরে আসবে তখন আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন না। গণতন্ত্র থাকলে আপনাদের তো ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই। সুতরাং যে কয়দিন দেশে গণতন্ত্র নেই আপনারা ক্ষমতায় থাকেন। আজকে আপনারা যা করছেন আগামীদিনের সরকার যদি আপনাদের সঙ্গে এই ধরনের আচরণ করে তখন আপনাদের কেমন হবে? আয়োজক সংগঠনের আহ্বায়ক নুরুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া, বিএনপিরসহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহেনা আকতার রানু বক্তব্য দেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status