ভারত

সীতারাম ইয়েচুরিই দ্বিতীয়বার সিপিআইএম-র সাধারন সম্পাদক

কলকাতা প্রতিনিধি

২২ এপ্রিল ২০১৮, রবিবার, ৯:১৮ পূর্বাহ্ন

দলের মধ্যে প্রবল বিরোধ চলছিল প্রকাশ কারাট বনাম ইয়েচুরির শিবিরের। পার্টি কংগ্রেসেও সেই বিরোধের আচ পড়েছিল। তবে শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে দ্বিতীয়বার সিপিআইএমের সাধারণ সম্পাদক হয়েছেন সীতারাম ইয়েচুরি। খুব বড় কোন রদবদলও ঘটেনি কেন্দ্রীয় কমিটি ও পলিটব্যুরোতে। কেন্দ্রীয় কমিটিতে এসেছেন পশ্চিমবঙ্গ থেকে চারজন। তারা হলেন রবীন দেব, সুজন চক্রবর্তী, অমিয় পাত্র ও আভাস রায় চৌধুরী। এদের মধ্যে নতুন মুখ আভাস। অন্যদিকে, পলিটব্যুরোয় এসেছেন দু’জন। তারা হলেন নীলোৎপল বসু ও তপন সেন। দ্বিতীয়বার সিপিআইএমের সাধারণ সম্পাদক হওয়ার পর সীতারামের সামনে কঠিন চ্যালেঞ্জ আগামী বছরের লোকসভা নির্বাচন। ত্রিপুরা বিধানসভা নির্বাচনে হারের পর কেরল ছাড়া ভারতের আর কোনও রাজ্যে ক্ষমতায় নেই সিপিআইএম। জাতীয় স্তরেও অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে বামেরা। সাংসদ সংখ্যা কমতে কমতে তলানিতে এসে ঠেকেছে। এই পরিস্থিতিতে জাতীয় স্তরে দলের গুরুত্ব বাড়ানোই হবে সীতারামের সামনে প্রধান কাজ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status