এক্সক্লুসিভ

এইচএসসি’র ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা ১৪ই মে

ভুল প্রশ্নে পরীক্ষা

স্টাফ রিপোর্টার

২৩ এপ্রিল ২০১৮, সোমবার, ৮:৪৬ পূর্বাহ্ন

এইচএসসি’র স্থগিত হওয়া ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা আগামী ১৪ই মে অনুষ্ঠিত হবে। গতকাল পরীক্ষাটি স্থগিত করার কয়েক ঘণ্টা পরই নতুন এই তারিখ    ঘোষণা করা হয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় একজন উপ-পরীক্ষা নিয়ন্ত্রককে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি নেত্রকোনার দুর্গাপুর মহিলা কলেজ কেন্ত্রে ভূগোল প্রথম পত্রের প্রশ্নপত্রের পরিবর্তে কীভাবে দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র দেয়া হলো তা খতিয়ে দেখবে। তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এদিকে এ ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় থেকে পৃথক আরেকটি কমিটি গঠনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র। গতকাল দেশজুড়ে এইচএসসি’র ভূগোল প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু, নেত্রকোনা জেলার দুর্গাপুর মহিলা কলেজ কেন্দ্রে ভূগোল প্রথম পত্রের প্রশ্নপত্রের পরিবর্তে ভুলবশত দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র সরবরাহ করা হয়। ভুলটি বুঝতে পেরে কিছুক্ষণের মধ্যেই ভূগোল প্রথম পত্রের প্রশ্নপত্র পরীক্ষার্থীদের হাতে দেয়া হয়। বিষয়টি অবহিত হওয়ার সঙ্গে সঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ সোহরাব হোসাইন সোমবার অনুষ্ঠেয় ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিতের নির্দেশ দেন। একইসঙ্গে নতুন করে প্রশ্নপত্র ছাপিয়ে পরীক্ষাটি নেয়ার জন্য শিক্ষা বোর্ডকে নির্দেশ দেয়া হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status