বাংলারজমিন

দেশের ৩৬ পৌর মেয়রের পদচারণায় মুখরিত খাগড়াছড়ি

খাগড়াছড়ি প্রতিনিধি

২৩ এপ্রিল ২০১৮, সোমবার, ৮:৪১ পূর্বাহ্ন

ইউজিপ-৩ প্রকল্পের আওতায় খাগড়াছড়ি পৌরসভায় নগর পরিকল্পনা ও অবকাঠামো উন্নতিকরণ (ইউজিপ) প্রকল্পের অগ্রগতি বিষয়ক কর্মশালায় যোগ দিয়েছেন দেশের প্রধান ৩৬টি পৌরসভার মেয়রগণ। তাদের পদচারণায় মুখরিত হয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা। গতকাল সকালে ইউজিপ প্রকল্পভুক্ত মেয়ররা খাগড়াছড়ি পৌরসভার প্রায় ৫২ কোটি টাকার গৃহীত ও বাস্তবায়িত রাজস্ব এবং ইউজিপ প্রকল্প উদ্বোধন ও পরিদর্শন করেন। এছাড়াও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে চলমান উন্নয়নমূলক কার্যক্রম সরজমিনে পরিদর্শন ও উদ্বোধন করেন মেয়রগণ। এ সময় পৌরসভা গেস্ট হাউজ, শাপলা মার্কেট, স্ট্রিট হাইড্রেন্ট (মাছ বাজার), টিম্বার মার্কেট, পৌর হকার্স মার্কেট, মিউনিসিপাল জিম সেন্টারসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ উদ্বোধন এবং আনন্দনগর সড়ক, মাস্টার ড্রেন, এপিবিএন রোড, আবাসন প্রকল্প, সবুজবাগ, ইসলামপুর রোড, দশবল বৌদ্ধ বিহার রোড, চেঙ্গী নদীর পাড়ের সাইট পরিদর্শন করেন। প্রকল্প পরিদর্শন ও উদ্বোধন শেষে খাগড়াছড়ি পৌরসভায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় সংশ্লিষ্ট ৩৬ পৌরসভার মেয়ররা ছাড়াও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী একে এম ইব্রাহিম ও এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। কর্মশালায় অংশগ্রহণকারী ৩৬টি পৌরসভা হলো, লক্ষ্মীপুর, লাকসাম, নবীনগর, হবিগঞ্জ, মৌলভীবাজার, ছাতক, লালমনিরহাট, চাঁপাই নবাবগঞ্জ, চারঘাট, নওগাঁ, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, রাজবাড়ী, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, শেরপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, মুক্তাগাছা, চুয়াডাঙ্গা, যশোর, মেহেরপুর, মাগুরা, বেনাপোল, বেড়া, জয়পুরহাট, ঈশ্বরদী, শাহজাদপুর, পঞ্চগড়, নীলফামারী, ময়মনসিংহ, ফরিদপুর, কুষ্টিয়া, গোপালগঞ্জ ও কক্সবাজার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status