বিনোদন

অন্যরকম শুরু

স্টাফ রিপোর্টার

২৩ এপ্রিল ২০১৮, সোমবার, ৮:২৫ পূর্বাহ্ন

বাংলা নববর্ষটা অনেকেই অনেক রকমভাবে শুরু করেছেন। বিশেষ করে শোবিজ জগতের মানুষেরা নিজ নিজ ক্ষেত্র থেকে শ্রোতা-দর্শকদের নাটক, চলচ্চিত্র এবং গান উপহার দিয়েছেন। তবে বছরের শুরুটা ন্যান্‌সি করেছেন একেবারেই আলাদাভাবে। ৫০ জন অসহায় মানুষকে নববর্ষের পোশাক কিনে দিয়েছেন তিনি। অনেকটাই আড়ালে তিনি কাজটি করেছেন। এর আগেও ন্যান্‌সি শীত এলেই নিজ গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন শীতবস্ত্র বিতরণের মাধ্যমে। এছাড়াও বিভিন্ন সময় অসহায় মানুষের পাশেও তাকে দাঁড়াতে দেখা গেছে। আর নববর্ষটা তিনি শুরু করেছেন ৫০ জন অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়ে। শুধু তাই নয়, নববর্ষে এবং এর বাইরেও যে যার মতো করে যেন অসহায় মানুষের পাশে সব সময় দাঁড়ান সেই অনুরোধও তিনি করেছেন ফেসবুক লাইভের মাধ্যমে। সব মিলিয়ে বছরের শুরুটা অন্যরকমভাবে করেছেন তিনি। ন্যান্‌সির প্রত্যাশা বছরের শুরুর
মতোই যেন তিনি অসহায় মানুষদের পাশে পুরো বছরটা দাঁড়াতে পারেন। এদিকে পহেলা বৈশাখে এর বাইরে কয়েকটি গান প্রকাশ হয়েছে ন্যান্‌সির। এসব গান ইতিমধ্যে বেশ প্রশংসিত হয়েছে শ্রোতামহলে। বর্তমানে ন্যান্‌সি ব্যস্ত সময় পার করছেন স্টেজ শো নিয়ে। দেশের বিভিন্ন স্থানে কেবল বড় মাপের শোগুলোতে অংশ নিচ্ছেন তিনি। এর বাইরে নতুন গান করছেন নিয়মিত। সব মিলিয়ে বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে সময় পার করছেন এ শিল্পী। এ বিষয়ে ন্যান্‌সি বলেন, আসলে নিজের মতো করে চেষ্টা করছি সংসার সামলে গানটা চালিয়ে যেতে। এটা বেশ কঠিন বিষয়। কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি। স্টেজ শো ও নতুন গান নিয়ে ব্যস্ততা যাচ্ছে। পহেলা বৈশাখের পর এখন ঈদের গানের কাজ চলছে। খুব বেশি কাজ করছি না। বেছে বেছে কিছু গান করছি। আশা করি শ্রোতাদের ভালো লাগবে সেগুলো। এদিকে সামনেই তার একক অ্যালবাম প্রকাশেরও কথা রয়েছে। আহমেদ রিজভীর কথায় এ অ্যালবামটি সাউন্ডটেকের ব্যানারে প্রকাশের কথা রয়েছে।





   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status