অনলাইন

যুবলীগ নেতার নামে সমকামিতার অভিযোগ

স্টাফ রিপোর্টার, রাজশাহী

২১ এপ্রিল ২০১৮, শনিবার, ৭:০৮ পূর্বাহ্ন

রাজশাহী মহানগর যুবলীগের একজন যুগ্ম-সাধারণ সম্পাদকের নামে সমকামিতার অভিযোগ এসেছে। সম্প্রতি সেই ভিডিও ফেসবুকে এসে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। গত ১২ই এপ্রিল রাতে ১৪/১৫ বছরের এক কিশোরের সঙ্গে যৌনচারে লিপ্ত হওয়ার ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে ফেসবুক থেকে উঠিয়ে নেয়া হলেও এখনো বিভিন্ন ব্যক্তির মোবাইলে পাওয়া যাচ্ছে। তবে তৌহিদুল হক সুমন নামের ওই যুবলীগ নেতার সমর্থকদের দাবি, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে ভিডিওটি কারসাজির মাধ্যমে ছাড়া হয়েছে।
 
এ বিষয়ে মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক তৌহিদুল হক সুমনের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায় নি। সুমন যুবলীগের রাজনীতির পাশাপাশি রাসিক ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থী।
১৯নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টিটো বলেন, মহানগর যুবলীগের যুগ্ন-সম্পাদক তৌহিদুল হক সুমনের বিকৃত যৌনাচারের কথা শুনেছি তবে যে ছেলেটির সঙ্গে যৌনাচারে লিপ্ত ছিল সে ছেলেটি আমার ১৯ নং ওয়ার্ডের বাসিন্দা না।

সূত্র জানায়, তৌহিদুল হক সুমনের সমকামিতার বিষয়টি জানার পর রাজনৈতিক প্রতিপক্ষরা তার বিরুদ্ধে ফাঁদ পাতে। সেই ফাঁদেই ধরা পড়েন ওই নেতা। তবে কবে নাগাদ ভিডিওটি করা হয়েছিল সে বিষয়ে কিছুই জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ভিডিও তৌহিদুল হক সুমনের শিরোইল কলোনীর বাসা থেকে কৌশলে ধারণ করা হয়েছে। অন্যদিকে সুমনের সমর্থকরা একে টেকনিকাল কারসাজি বলে উল্লেখ করে ফেসবুকে সরব আছে।
 
এদিকে বিষয়টি নিয়ে গত শুক্রবার সন্ধ্যায় রাজশাহী মহানগর যুবলীগের জরুরী সভায় উঠে। সভা থেকে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদানের নির্দেশ দেয়া হয়। একই সঙ্গে তার সাংগঠনিক সকল কার্যক্রম সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে।

শুক্রবার রাতে মাহানগর যুবলীগ দপ্তর সম্পাদক মাহামুদ হাসান খান চৌধুরী ইতু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিকেল ৫টায় ৯৩ জন সদস্যের উপস্থিতিতে মহানগর যুবলীগের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় এই সিন্ধান্ত গৃহিত হয়েছে। এ সময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে তৌহিদুল হক সুমনের সাংগঠনিক সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status