অনলাইন

এইচএসসি পরীক্ষা হলে সিসি ক্যামেরা

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি

২১ এপ্রিল ২০১৮, শনিবার, ৬:১২ পূর্বাহ্ন

দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার কারেন্টহাট ডিগ্রি কলেজে এবছর এইচএসসি পরীক্ষায় ডিজিটাল পদ্ধতিতে মনিটরিং করা হচ্ছে। এ লক্ষ্যে প্রতিটি রুমে বসানো হয়েছে অনলাইন ক্যামেরা। এর মাধ্যমে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন ও শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ স্ব-স্ব স্থান থেকেই পরীক্ষা পর্যবেক্ষণ করছেন।

কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. জালালউদ্দিন মজুমদার বলেন, মাত্র ৭০হাজার টাকায় ১৬টি অনলাইন ক্যামেরা, ২টি রাউটার, ২২ ইঞ্চি মনিটরসহ অন্যান্য যন্ত্রপাতি এবং সংযোগসহ এ সিস্টেম চালু করা হয়েছে।

কক্ষ পরিদর্শক ওবায়দুর রহমান বলেন, ডিজিটাল মনিটরিং থাকায় পরিক্ষার্থীরা এখন অনেক সচেতন। পরীক্ষা হলের পরিবেশ সর্বদা শান্ত থাকছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পরীক্ষার্থী জানান, ৩/৪ মাস আগে থেকে ওই পদ্ধতির ব্যাপারে জানালে আমরা উপকৃত হতাম। চিরিরবন্দর মহিলা কলেজের এক শিক্ষক জানান, কেন্দ্র সচিব হঠাৎ করে ওই সিস্টেম চালু করায় ওই কেন্দ্রের ফলাফল বিপর্যয় ঘটতে পারে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. গোলাম রব্বানী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনজুরুল হক ও সহকারী প্রোগ্রামার মো. ওহিদুল ইসলাম সার্বিকভাবে সহযোগিতা করেছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনজুরুল হক বলেন, পর্যায়ক্রমে সব কেন্দ্রেই ডিজিটাল পরীক্ষা পদ্ধতি চালু করা হবে।

দিনাজপুর শিক্ষাবোর্ডের পরিক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান বলেন, এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। মেধাবি জাতি গঠনে কার্যকর ভূমিকা রাখবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status