অনলাইন

কেন্দুয়ায় লোকজ উৎসব

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

২১ এপ্রিল ২০১৮, শনিবার, ৩:১৮ পূর্বাহ্ন

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বাউল শিল্পিদের স্বরণে বৈশাখী লোকজ উৎসব অনুষ্ঠিত হয়েছে। মরমী বাউল কবি আব্দুল মজিদ তালুকদার স্মৃতি সংসদের উদ্যোগে শুক্রবার বিকালে রামপুর আনোয়ারা উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বাউল সম্রাট জালাল উদ্দিন খাঁ, অল ইন্ডিয়া বেতার শিল্পী মরমী বাউল কবি আব্দুল মজিদ তালুকদার, আদমজী সাহিত্য পুরস্কার প্রাপ্ত পঞ্চম দশক আমলের পল্লী কবি রওশন ইজদানীর স্বরণে এ বৈশাখী লোকজ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
কবি সাজ্জাত হোসেনের সঞ্চালনায় আয়োজিত লোকজ উৎসব উদ্বোধন করেন ঢাকা বারের সাবেক সভাপতি ও চলচিত্র প্রযোজক পরিচালক পরিষদের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সাইদুর রহমান মানিক। পরে মধ্যরাত পর্যন্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট গীতিকার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাধীনতা পুরস্কর প্রাপ্ত, বিশিষ্ট বুদ্ধিজীবি ও প্রবন্ধকার অধ্যাপক যতীন সরকার।
এসময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, চিকিৎসক মতিয়র রহমান,অধ্যক্ষ ননী গোপাল,গোলাম মস্তুফা,প্রভাষক শফিকুল ইসলাম,বিটিভির নাট্য ও সুরকার আহমেদ ফখর উদ্দিন, শেখ মফিজুর রহমান,কবি তানভীর জাহান চৌধুরী, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম খান পাঠান অলি প্রমূখ।
এতে বাউল সুনীল কর্মকার, সিরাজ মিয়া,নুরু মিয়া,ইসলাম উদ্দিন,দুলাল সরকার, টিভি শিল্পী আবুল বাশা, মোজাম্মেল হকসহ মরমী বাউল কবি আব্দুল মজিদ তালুকদার স্মৃতি সংসদের শিল্পী ও স্থানীয় বাউল শিল্পীরা বাউল,জারী,সারি এবং ভাটিয়ালী গান পরিবেশনা করে দর্শকদের মাতিয়ে রাখেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status