খেলা

বার্মিংহাম কমনওয়েলথ গেমসে থাকছে না শুটিং

সামন হোসেন

২১ এপ্রিল ২০১৮, শনিবার, ৯:৩০ পূর্বাহ্ন

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের আশা ভরসার একমাত্র ডিসিপ্লিন হলো শুটিং। গেমসটিতে পাওয়া সাতটি পদকের সবক’টি এসেছে এই ডিসিপ্লিন থেকে। সর্বশেষ গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসেও দুটি রৌপ্য জিতেছেন বাংলাদেশের দুই শুটার আবদুল্লাহ হেল বাকী ও শাকিল আহমেদ। সেই শুটিংই থাকছে না বার্মিংহাম কমনওয়েলথ গেমসে। বিষয়টি এরইমধ্যে চূড়ান্ত করে অংশগ্রহণকারী দেশগুলোকে জানিয়ে দিয়েছে আয়োজক ইংল্যান্ড। বিষয়টি অবগত আছেন বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপুও। তবে তার বিশ্বাস আন্তর্জাতিক শুটিং স্পোর্টস ফেডারেশনের হস্তক্ষেপে গেমসটিতে শুটি অন্তর্ভুক্ত হবে।
১৯৯০ সালে অকল্যান্ড কমনওয়েলথ গেমসে আতিকুর রহমান ও আবদুস সাত্তার নিনি ও ২০০২ সালে ম্যানচেস্টারে আসিফ হোসেন স্বর্ণ জয় করেন। ২০০৬ সালে মেলবোর্ন ও ২০১৪ সালে গ্লাসগো গেমসে দুটি রৌপ্য উপহার দেয় শুটিং। অকল্যান্ডে স্বর্ণের পাশাপাশি একটি ব্রোঞ্জও পায় বাংলাদেশ। আরেকটি ব্রোঞ্জ আসে ২০১০’র দিল্লি কমনওয়েলথ গেমস থেকে। অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে আবদুল্লাহ হেল বাকী ও ৫০ মিটার পিস্তলে শাকিল আহমেদ রুপা এনে দিয়েছেন। ২৮ বছর পর পিস্তল ইভেন্ট থেকে কোনো পদক পেলো বাংলাদেশ। বিশ্বের তৃতীয় বৃহৎ এই গেমসে বাংলাদেশকে এমন উজ্জ্বল সাফল্য কেবল শুটিংই এনে দিয়েছে। অথচ সেই শুটিং থাকছে না বার্মিংহামে। ১৬টি ডিসিপ্লিন চূড়ান্ত করেছে আয়োজকরা। যার মধ্যে রয়েছে অ্যাথলেটিকস, বক্সিং, জুডো, টেবিল টেনিস, ফ্রিস্টাইল রেসলিং, ব্যাডমিন্টন, জিমন্যাস্টিকস, ভারোত্তোলন, স্কোয়াশ, হকি, সুইমিং, ডাইভিং, রাগবি সেভেন সাইড, বাস্কেটবল থ্রিনটথ্রি, নেটবল ও বোলস। সম্প্রতি ইউরোপে বেশ ক’টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। জানা গেছে, এ কারণে বার্মিংহামে অনুষ্ঠিতব্য আগামী কমনওয়েলথ গেমস থেকে শুটিং ডিসিপ্লিনটিই বাদ দিয়েছে ইংল্যান্ড। মূলত নিরাপত্তা রক্ষার্থেই তারা এমনটা করেছে। তবে বিষয়টি নজর কেড়েছে আন্তর্জাতিক শুটিং স্পোর্টস ফেডারেশন (আইএসএসএফ)। তারা ইতিমধ্যে একটি সভাও করেছে। আইএসএসএফের ওয়েবসাইটে জানা গেছে, সভায় ৫০ ভাগের বেশি দেশের কর্মকর্তারা বার্মিংহামে শুটিং ডিসিপ্লিন রাখার পক্ষে। তাছাড়া এটি একটি অলিম্পিক ইভেন্ট। তাই শুটিংকে রাখার জন্য বার্মিংহাম কমনওয়েলথ গেমস কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছে আইএসএসএফ। এ বিষয়ে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইন্তেখাবুল হামিদ অপু বলেন, ‘ইংল্যান্ড যে যুক্তি দেখাচ্ছে, আশাকরি তা ধোপে টিকবে না। কারণ অলিম্পিক ইভেন্টকে কেবলমাত্র নিরাপত্তার স্বার্থে বাদ দিবে এটা হবে না। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি বার্মিংহাম কমনওয়েলথ গেমসে শুটিং ডিসিপ্লিনটি অন্তর্ভুক্ত করার জন্য। শুটিং অন্তর্ভুক্তির ব্যাপারে চেষ্টা চালাবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। বিওএ’র এক উপ-মহাসচিব বলেন, আমরা আমাদের দিক থেকেও বার্মিংহাম কমনওয়েলথ গেমসে শুটিং অন্তর্ভুক্তির চেষ্টা করছি। এখনো অনেক সময় বাকি আছে। দেখা যাক। পরপর দুটি কমনওয়েলথ গেমসে রৌপ্য জয়ী শুটার আবদুল্লাহ হেল বাকীও মনে করেন বার্মিংহামে শুটিং থাকবে। অংশগ্রহণকারী দলগুলোর চাপে পড়ে হলেও আয়োজকরা শেষ পর্যন্ত শুটিং রাখবেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status