খেলা

দাবায় লাটভিয়ার গ্র্যান্ডমাস্টার ইগর রাউসিস

স্পোর্টস রিপোর্টার

২১ এপ্রিল ২০১৮, শনিবার, ৯:২৬ পূর্বাহ্ন

এর আগেও একাধিকবার বাংলাদেশ জাতীয় দলে কোচের দায়িত্বও পালন করেছেন লাটভিয়ার গ্র্যান্ডমাস্টার ইগর রাউসিস। পর্যায়ক্রমে চারবার বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন বর্তমানে চেক রিপাবলিকের হয়ে খেলা এই দাবাড়ু। সেই রাউসিসকে পঞ্চমবারের মতো জাতীয় দলের কোচ করতে যাচ্ছে দাবা ফেডারেশন। আগামী জুন থেকে তিন মাসের জন্য জিয়া-রাজীবদের কোচ হবেন এই সুপার গ্র্যান্ডমাস্টার। লক্ষ্য ৪৩তম বিশ্ব দাবা অলিম্পিয়াড। জর্জিয়ার বন্দরনগরী বাতুমিতে ২৩শে সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে এই আসর। যেখানে অংশ নেবে বাংলাদেশ পুরুষ ও মহিলা দুই দলই।
আড়াই হাজার ডলারে রাউসিসকে আনছে দাবা ফেডারেশন। আপাতত তিন মাসের জন্য নিয়োগ দেয়া হলেও প্রয়োজনে তার মেয়াদ বাড়ানো হবে। ২০০০, ২০০২, ২০০৭ ও ২০০৮ সালে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব সামলানো লাটভিয়ান দাবাড়ুকে ঘিরে দারুণ আশাবাদী দাবা ফেডারেশনের কর্মকর্তারা। ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীমের কথায় তা স্পষ্ট, ‘দাবা অলিম্পিয়াডকে সামনে রেখে তিন মাসের জন্য ইগর রাউসিসকে আনা হচ্ছে। প্রয়োজন পড়লে তার মেয়াদ বাড়বে। তার অধীনে বিশ্ব দাবা অলিম্পিয়াডে খেলবে বাংলাদেশ। আশা করছি বিদেশি কোচের অধীনে বাংলাদেশের দাবাড়ুদের মান আরো বাড়বে।’ ২৬৪০ রেটিংধারী রাউসিস শুধু অলিম্পিয়াডগামী দলকেই প্রশিক্ষণ দেবেন না, উদীয়মানদেরও দেখভাল করবেন। রাউসিসের বেতনসহ আনুষঙ্গিক খরচ ও ট্রেনিংয়ের ব্যয় নির্বাহে দাবা ফেডারেশনকে ১ কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status