খেলা

এবার ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট!

স্পোর্টস ডেস্ক

২১ এপ্রিল ২০১৮, শনিবার, ৯:২৬ পূর্বাহ্ন

১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বৃহস্পতিবার মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সভায় গৃহীত হয় এ সিদ্ধান্ত। প্রস্তাবনা অনুযায়ী ম্যাচগুলোতে ১৫টি ৬ বলের ওভার থাকবে। আর শেষ ওভারটি হবে ১০ বলের। ইসিবি একই সঙ্গে পুরুষ ও নারীদের ৮ দলের পৃথক দুটি টুর্নামেন্ট চালাবে। সভা শেষে ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন বলেন, এটা নতুন ও উদ্দীপক চিন্তা। এটা তরুণ দর্শকদের কাছে আলাদা আবেদন তৈরি করবে। আর খেলাটির নতুন ভক্তও বাড়াবে। ইসিবির অধীনে টি-টোয়েন্টি ব্লাস্ট নামে একটি টুর্নামেন্ট চলছে ২০০৩ থেকে। মূলত এটি ইংল্যান্ড ও ওয়েলসের ফার্স্ট-ক্লাস কাউন্টিগুলোর টি-টোয়েন্টি টুর্নামেন্ট। টি-টোয়েন্টি ফরম্যাট শুরু হওয়ার পর ওভারের ভিত্তিতে বেশ কয়েক রকমের ক্রিকেট দেখেছেন সমর্থকরা। গত কয়েক বছর ধরে হংকংয়ে চলছে ছয় ওভারের সিক্স-এ-সাইড আসর। সর্বশেষ গত ডিসেম্বরে দুবাইয়ে হয়ে গেল দশ ওভারের টি-টেন লীগও।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status