খেলা

অবশেষে বর্ষসেরা দলে আগুয়েরো

স্পোর্টস ডেস্ক

২১ এপ্রিল ২০১৮, শনিবার, ৯:২৬ পূর্বাহ্ন

পিএফএ (প্রফেশনাল ফুটবলারস অ্যাসোসিয়েশন) প্রিমিয়ার লীগ বর্ষসেরা দলে শিরোপা জয়ী ম্যানচেস্টার সিটির আধিপত্য চোখে পড়ার মতোই। তারকাসমৃদ্ধ লাইনআপে ম্যানসিটিরই পাঁচজন। দুর্দান্ত মৌসুমে পাঁচ ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করার পুরস্কারই পেল সিটিজেনরা। রাইটব্যাক কাইল ওয়াকার, সেন্ট্রাল ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি, মিডফিল্ডার ডেভিড সিলভা ও কেভিন ডি ব্রুইনার সঙ্গে প্রথমবারের মতো বর্ষসেরা দলে নাম লিখিয়েছেন আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। ম্যান সিটির জার্সি গায়ে ধারাবাহিক নৈপুণ্য দেখিয়েও অতীতে প্রিমিয়ার লীগের বর্ষসেরা একাদশে সুযোগ পাননি আগুয়েরো। ২০১১ সালে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ম্যানসিটিতে যোগ দিয়ে প্রিমিয়ার লীগে এখন পর্যন্ত ১৪৩ গোল করার পাশাপাশি দলকে তিনটি শিরোপা জেতাতে কার্যকরী অবদান রেখেছেন সার্জিও আগুয়েরো। অনুমিতভাবেই এবারের বর্ষসেরা দলে রয়েছেন লিভারপুলের হয়ে দারুণ ফর্মে থাকা মোহাম্মদ সালাহ। চলতি মৌসুমের সর্বোচ্চ গোলদাতা মিশরীয় ফরোয়ার্ড। ৩২ ম্যাচে ৩০ গোল করা সালাহ বর্ষসেরা খেলোয়াড় হওয়ার দৌড়েও অন্যতম ফেভারিট। ম্যান সিটির পর টটেনহামের একাধিক খেলোয়াড়ের নাম শোভা পাচ্ছে বর্ষসেরা দলে। এরা হলেন- ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন, বেলজিয়ান সেন্ট্রাল ডিফেন্ডার ইয়ান ভার্টঙ্গেন ও ডেনিশ মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেন। তালিকার অপর দু’জন ম্যানচেস্টার ইউনাইটেডের স্প্যানিয়ার্ড গোলরক্ষক ডেভিড ডি গেয়া ও তার স্বদেশি চেলসির লেফটব্যাক মার্কোস আলোনসো। চলতি মাসেই বর্ষসেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে। ৬ জনের সংক্ষিপ্ত তালিকায় সালাহর প্রতিদ্বন্দ্বী ম্যানসিটির বেলজিয়ান তারকা কেভিন ডি ব্রুইনা, জার্মান উইঙ্গার লেরয় সানে, স্প্যানিয়ার্ড প্লে-মেকার ডেভিড সিলভা এবং ডেভিড ডি গিয়া ও হ্যারি কেইন। বর্ষসেরা খেলোয়াড়ের দৌড়ে থাকলেও বর্ষসেরা দলে জায়গা হয়নি লেরয় সানের।
পিএফএ বর্ষসেরা দল: গোলরক্ষক: ডেভিড ডি গিয়া (ম্যানইউ), রাইটব্যাক: কাইল ওয়াকার (ম্যানসিটি), সেন্টারব্যাক: ইয়ান ভার্টঙ্গেন (টটেনহাম) ও নিকোলাস ওতামেন্দি (সেন্টারব্যাক), রাইটব্যাক: মার্কোস আলোনসো (চেলসি), মিডফিল্ডার: ডেভিড সিলভা (ম্যানসিটি), কেভিন ডি ব্রুইনা (ম্যানসিটি) ও ক্রিস্টিয়ান এরিকসেন (টটেনহাম), ফরোয়ার্ড: হ্যারি কেইন (টটেনহাম), মোহাম্মদ সালাহ (লিভারপুল) ও সার্জিও আগুয়েরো (ম্যানসিটি)।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status