খেলা

কোপা দেল রে’র ফাইনাল আজ

মৌসুমের প্রথম শিরোপার সামনে বার্সা

স্পোর্টস ডেস্ক

২১ এপ্রিল ২০১৮, শনিবার, ৯:২৫ পূর্বাহ্ন

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ থেকে বিদায়ের পর ঘরোয়া ‘ডাবল’ শিরোপায় চোখ রাখছে বার্সেলোনা। বার্সার সামনে টানা চতুর্থ কোপা দেল রের ট্রফি জয়ের হাতছানি! এবার ফাইনালে বার্সার প্রতিপক্ষ সেভিয়া। এ প্রতিযোগিতায় রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিক বিলবাওয়ের টানা চারবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড রয়েছে। অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়ামে আজ দিবাগত রাত দেড়টায় শিরোপার লড়াইয়ে নামছে বার্সেলোনা ও সেভিয়া। চলতি মৌসুমে বার্সার প্রথম শিরোপার সামনে রয়েছে বার্সেলোনা। এমন ম্যাচ খেলতে মুখিয়ে আছেন গত জানুয়ারিতে লিভারপুল ছেড়ে বার্সায় নাম লেখানো ফিলিপ্পে কুটিনহো। সেভিয়ার বিপক্ষে মাঠে নামার আগে ব্রাজিলিয়ান মিডফিল্ডার বলেন, ‘আমি এ রকম ম্যাচ খেলতে এবং শিরোপা জেতার লক্ষ্যেই বার্সায় এসেছি। ফাইনালে খেলতে পারা খুবই গুরুত্বপূর্ণ এবং সুখকর মুহূর্ত। বার্সার হয়ে ফাইনাল খেলার এটাই প্রথম সুযোগ। আমি নিজের সেরাটা দিতে প্রস্তুত। ফাইনালে কি হবে তা কেউই জানে না। অসাধারণ একটি ম্যাচ হবে। আমাদের অবশ্যই লক্ষ্য স্থির রেখে নিজেদের খেলার ধরন বজায় রেখে জয়ের চেষ্টা করতে হবে। সেভিয়া চমৎকার দল। তাদের ভালো কিছু খেলোয়াড় রয়েছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে।’ ২০১৬ সালের ফাইনালে সেভিয়ার বিপক্ষেই অতিরিক্ত সময়ের গোলে জয় পেয়েছিল কাতালানরা। ১২ পয়েন্টের লিড নিয়ে লা লিগার শিরোপা পুনরুদ্ধারে এক পা দিয়ে রেখেছে বার্সা। যেখানে মৌসুমের শুরু থেকে রেকর্ড টানা ৩৩ ম্যাচ অপরাজিত আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা। এবার লা লিগায় দু’বারের দেখায় বার্সাকে হারাতে পারেনি সেভিয়া (১ হার ও ১ ড্র)। আঙুলের ইনজুরি কাটিয়ে সাবেক ক্লাব সেভিয়ার মুখোমুখি হতে যাচ্ছেন বার্সা মিডফিল্ডার ইভান রাকিটিচ। শুরুর একাদশে ফিরতে পারেন মেসি, সুয়ারেজ, জর্ডি আলবা, জেরার্ড পিকে, আন্দ্রেস ইনিয়েস্তা, সার্জিও বুসকেটস, স্যামুয়েল উমতিতি। সেল্টা ভিগোর বিপক্ষে সবশেষ লীগ ম্যাচে তাদেরকে শুরুতে বিশ্রামে রেখে ড্রয়ের (২-২) মুখ দেখেন কোচ আর্নেস্তো ভালভার্দে। কোপা দেল রেতে সর্বাধিক ২৯ বার শিরোপা জিতেছে বার্সেলোনা। পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে সেভিয়া।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status