খেলা

প্রমির স্বপ্ন এখন আন্তর্জাতিক পদক জয়

কটিয়াদী (কিশোরগঞ্জে) প্রতিনিধি

২১ এপ্রিল ২০১৮, শনিবার, ৯:২৫ পূর্বাহ্ন

কটিয়াদী পৌর এলাকার এক সাধারণ কৃষক হায়দার আলীর মেয়ে প্রমি এখন অলিম্পিক জয়ের স্বপ্ন দেখছে। ইতিমধ্যে তার কৃতিত্ব উপজেলা এবং জেলার গণ্ডি পেরিয়ে দেশসেরা সাঁতারু হিসেবে পরিচিতি লাভ করেছে। পারিবারিক সূত্রে জানা যায়, পৌর এলাকার নরিন মডেল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক শফিঊল আলম রিপনের অনুপ্রেরণায় স্কুল সংলগ্ন পুকুরে সাঁতারে তার প্রথম হাতেখড়ি। তখন সে ৪র্থ শ্রেণির ছাত্রী। ২০১৫ সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় ১০০ মিটার মুক্ত সাঁতারে জেলায় ১ম স্থান অর্জন করে তাক লাগিয়ে দেয়। তারপর থেকেই উৎসাহ বেড়ে যায়। মা-বাবা এবং শিক্ষকরাও তাকে অনুপ্রেরণা দিতে থাকেন। সে-ও তার অনুশীলন অব্যাহত রাখে। ২০১৬ সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় ১০০ মিটার মুক্ত সাঁতারে জাতীয় পর্যায়ে ৩য় স্থান লাভ করে এবং একই বছর অর্থাৎ ২০১৬ সালে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে আন্তঃজেলা বয়স ভিত্তিক মহিলা সাঁতার প্রতিযোগিতায় ৫০ মিটার ফ্রি-স্টাইলে জেলায় ২য় স্থান লাভ করে।
বাংলাদেশ সুইমিং ফেডারেশন আয়োজিত সেরা সাঁতারুর খোঁজে বয়সভিত্তিক ১১-১২ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে ১ম স্থান অর্জন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ৫ লাখ টাকার চেক গ্রহণ করে। ২০১৭ সালে ১০০ মিটার মুক্ত সাঁতারে জাতীয় পর্যায়ে ১ম হয়ে রাষ্ট্রপতি কর্তৃক গোল্ড মেডেল পায়। তারপরই নজরে আসে বিকেএসপির। প্রমিকে ভর্তি করা হয় বিকেএসপিতে। ওই বছরই অর্থাৎ ২০১৭ সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) আয়োজিত ৩য় বিকেএসপি কাপ সাঁতার প্রতিযোগিতায় ৭টি বিভাগে অংশ নেয়। ১০০ মিটার বাটারফ্লাই, ১০০ মিটার ফ্রি-স্টাইল, ৫০ মিটার ফ্রি-স্টাইল, ২০০ মিটার ইন্ডিভিজুয়াল মিডলে, ১০০ মিটার বাটারফ্লাই, ১০০ মিটার বেস্ট স্টোক, ৫০ মিটার বেস্ট স্টোক, ১০০ মিটার ব্যাক স্টোক, ৫০ মিটার ব্যাক স্টোক সাঁতারের সবকটিতেই ১ম স্থান লাভ করে। বর্তমানে প্রমি সাভার বিকেএসপিতে ৭ম শ্রেণিতে অধ্যয়নরত। পাশাপাশি বাংলাদেশ সুইমিং ফেডারেশনের তত্ত্বাবধানে মিরপুর সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে তিন বছর মেয়াদে প্রশিক্ষণ নিচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status