এক্সক্লুসিভ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্বেচ্ছাসেবক দলের মিছিল

স্টাফ রিপোর্টার

২১ এপ্রিল ২০১৮, শনিবার, ৭:২০ পূর্বাহ্ন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও কুমিল্লা আদালত কর্তৃক তার জামিন না দেয়ার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। পূর্ব ঘোষিত দুই দিনব্যাপী এ বিক্ষোভ কর্মসূচির প্রথম দিন গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগরসহ দেশব্যাপী সব জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল করে স্বেচ্ছাসেবক দল। স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর এর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল কাদির ভুইয়া জুয়েল। অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন- স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাদরেজ জামান, ঢাকা মহানগর উত্তর সভাপতি ফখরুল ইসলাম রবিন, সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক গাজী রেজোয়ান হোসেন রিয়াজ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির এবং সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সাইদুরসহ বিপুলসংখ্যক নেতাকর্মী। মিছিল থেকে বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দল নেতা জুয়েল, আশিক ও রনিসহ ৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। মিছিল শেষে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির ভুইয়া জুয়েল সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন-সংগ্রাম চলবে। খালেদা জিয়াকে ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সকল চক্রান্ত ও কূটকৌশল জনগণকে সঙ্গে নিয়ে রুখে দেয়া হবে। বিএনপি চেয়ারপারসনকে মিথ্যা মামলায় জড়িয়ে সাজা দিয়ে কারাবন্দি করার জবাব বর্তমান ভোটারবিহীন জনবিচ্ছিন্ন সরকারকে একদিন দেয়া হবে। এ সময় মিছিল থেকে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।
স্বেচ্ছাসেবক দলের পূর্ব ঘোষিত দু’দিনের বিক্ষোভ কর্মসূচির প্রথম দিনে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট মহানগরসহ হবিগঞ্জ, কুমিল্লা দক্ষিণ, কুমিল্লা উত্তর, কিশোরগঞ্জ, ভোলা, চাঁদপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহ, নরসিংদী, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, পাবনা, টাঙ্গাইল, বগুড়া, বরগুনা, পটুয়াখালী, জয়পুরহাট, কুষ্টিয়া, মেহেরপুর, নাটোর, গাইবান্ধা, ঝিনাইদহ, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সাতক্ষীরা, পিরোজপুর, ঝালকাঠি, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, বাগেরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়িসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল বের করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status