বাংলারজমিন

রাজশাহীতে ক্লিনিকে চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে

২০ এপ্রিল ২০১৮, শুক্রবার, ৯:২৩ পূর্বাহ্ন

রাজশাহীতে জেনারেল হাসপাতাল নামে বেসরকারি একটি  ক্লিনিকে চিকিৎসকের অবহেলায় এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সকাল ৯টার দিকে সুলতানা বেগম (৩০) নামের ওই প্রসূতির মারা যায়। নিহত ওই প্রসূতি নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নতুনপাড়া এলাকার জহরুল ইসলামের স্ত্রী।
এদিকে চিকিৎসকের অবহেলায় ওই প্রসূতির মৃত্যুর অভিযোগ তুলে নিহতের স্বজনের ক্লিনিকের ভেতরে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে নগরীর রাজপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত প্রসূতির স্বামী জহরুল ইসলাম জানান, গত ১৭ই এপ্রিল তার স্ত্রী সুলতানা বেগমের প্রসব  বেদনা উঠলে তাকে নগরীর লক্ষ্মীপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন বুধবার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি ও প্রসূতি বিভাগের অধ্যাপক মনোয়ারা বেগম সিজার করে প্রসূতি সুলতানার একটি পুত্রসন্তান প্রসব করান। কিন্তু সিজারিয়ান অপারেশন করে নবজাতকটি প্রসবের পর থেকেই ওই প্রসূতির অবস্থা ক্রমেই অবনতি হতে থাকে। একপর্যায়ে গতকাল সকালে সুলতানা ওই ক্লিনিকেই মারা যান।
জহরুলের অভিযোগ, চিকিৎসকের অবহেলায় তার স্ত্রীর মৃত্যু হয়েছে। সিজারের পর থেকেই হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসক তার স্ত্রীর কোনো খোঁজ-খবর কিংবা খেয়াল রাখেনি। এ কারণেই তার স্ত্রী মারা গেছেন। তবে চিকিৎসক মনোয়ারা খাতুনের দাবি, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই প্রসূতিটিকে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসক বা ক্লিনিক কর্তৃপক্ষের কোনো অবহেলা ছিল না।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘চিকিৎসকের অবহেলায় ওই প্রসূতির মৃত্যুর অভিযোগ এনে স্বজনরা বিক্ষোভ শুরু করলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া আসলে প্রসূতি মারা যাওয়ার প্রকৃত কারণ জানা সম্ভব নয়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।’ নিহতের পরিবার অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status