বাংলারজমিন

কানাইঘাটে ডাকাতের গুলিতে গৃহকর্তা খুন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২০ এপ্রিল ২০১৮, শুক্রবার, ৯:২৩ পূর্বাহ্ন

 সিলেটের কানাইঘাটে ডাকাতের গুলিতে গৃহকর্তা নিহত হয়েছেন। ডাকাতির ঘটনায় বাধা দেয়ার সময় গুলি করে ইবজালুর রহমান নামের ওই গৃহকর্তাকে গুলি করা হয়। পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। গতকাল বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে উপজেলার ছোটদেশ আগফৌদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইবজালুর রহমান গ্রামের আবদুল জলিলের ছেলে। এদিকে আবজালকে খুন করার পর অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে ডাকাতরা। পরিবারের সদস্যরা জানিয়েছেন গতকাল ভোররাত ৩টার দিকে ছোটদেশ গ্রামের আবদুল জলিলের বাড়ির ফটকের তালা ভেঙে ১০-১২ জনের সশস্ত্র ডাকাত দল হানা দেয়। এসময় তারা পরিবারের সবাইকে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে ৩টি কক্ষে হানা দেয়। পরিবারের লোকজনের চিৎকারে পাশের ঘরে থাকা আবদুল জলিলের ছেলে ইবজালুর রহমান ডাকাতদের প্রতিরোধের চেষ্টা করলে তাকে গুলি করে ডাকাতদল।

ডাকাতদের গুলির শব্দ ও পরিবারের লোকজনের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে গুলিবিদ্ধ অবস্থায় ইবজাল উদ্দিনকে সিলেট ওসমানী হাসপাতালে নেয়ার পথে জৈন্তাপুর উপজেলার দরবস্ত নামক স্থানে সে মারা যায়।

 খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান কানাইঘাট থানার অসি আব্দুল আহাদ। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেটের এডিশনাল পুলিশ সুপার (উত্তর) আবুল হাসনাত, কানাইঘাট সার্কেলের এএসপি আমিনুল ইসলাম সরকার। কানাইঘাট থানার ওসি আব্দুল আহাদ জানিয়েছেন ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে এরই মধ্যে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status