খেলা

বঙ্গবন্ধু ভলিবল আসরের পর্দা উঠছে কাল

শিরোপা ধরে রাখাটাই চ্যালেঞ্জ বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার

২০ এপ্রিল ২০১৮, শুক্রবার, ৯:২০ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ভলিবলে এটি বাংলাদেশের প্রথম শিরোপা। স্বাগতিক বাংলাদেশ এবার শিরোপা ধরে রাখতে পারবে? বাংলাদেশ দলের ইরানি কোচ আলীপোর আরজি বলেন, এবার আসরটি সহজ হবে না। ২০১৬’র আসরে শিরোপার গৌরব কুড়ায় স্বাগতিক বাংলাদেশ। শিরোপা জয়ের পর খেলাটিকে এগিয়ে নিতে যথারীতি নানা পরিকল্পনার কথা শুনিয়েছিল বাংলাদেশ ভলিবল ফেডারেশন।  তবে এমন শিরোপা জয়ের পর গত দু’বছরে খেলাটির  উন্নতিতে কর্তৃপক্ষের গৃহীত কর্মকাণ্ডের চিত্রটা কেমন? বাংলাদেশ ভলিবল ফেডারেশন জানায়, খেলাটি দেশব্যাপী ছড়িয়ে দিতে স্কুল ও বয়সভিত্তিক  দলের দিকে মনোযোগ দিয়েছে তারা। আর খেলাটির দ্রুত উন্নতির জন্য ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ভলিবল প্রিমিয়ার লীগ (ভিপিএল) আয়োজনের ভাবনা রয়েছে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের।  বঙ্গবন্ধু সেন্ট্রাল এশিয়ান সিনিয়র মেন্স ভলিবল টুর্নামেন্ট সামনে রেখে গতকাল নগরীর এক হোটেলে সংবাদ সম্মেলনে এসব জানান ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আসলাম সানি, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, রাশেদুল ইসলাম রনি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবল আসরের পর্দা উঠছে আগামীকাল। ছয় দিনব্যাপী আসরের উদ্বোধনী ম্যাচে নেপালের মুখোমুখি হবে শিরোপাধারী বাংলাদেশ। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকাল ৪টায়। গ্যালারি উন্মুক্ত থাকবে দর্শকদের জন্য।
এবার ছয় দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট। আসরে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে ‘এ’ গ্রুপে রয়েছে মালদ্বীপ ও নেপাল। বি’ গ্রুপে লড়াই করবে কিরগিজস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান। গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিক বাংলাদেশ। এবারও সে লক্ষ্যে অনুশীলন করছেন সাঈদ আল জাবিররা। ইরানে ২৫ দিনের উচ্চতর অনুশীলন শেষে এর আগে দেশে ফেরে  লাল সবুজের ভলিবল দল। বাংলাদেশ ভলিবল দলের দায়িত্ব সামলাচ্ছেন ইরানি কোচ আলীপোর আরজি। গতকাল সংবাদ সম্মেলনে কোচ আলীপোর আরজি বলেন, শিরোপাধারী দল হিসেবে এবারও শীর্ষ স্থানই লক্ষ্য বাংলাদেশের। তবে এটাও ঠিক, এজন্য জোর লড়াই করতে হবে বাংলাদেশকে। কারণ আসরের বাকি দলগুলো বেশ শক্তিশালী। গতবার মালদ্বীপ রানার্সআপ ও নেপাল তৃতীয় স্থান নিয়ে আসর শেষ করে। এবারের আসর সামনে রেখে ঢাকায় এসেছেন এশিয়ান ভলিবল কনফেডারেশনের (এভিসি) টেকনিক্যাল ডেলিগেটস মাসুদ ইয়াজদান পানাহ। ২০১৬ সালে অনুষ্ঠিত টুর্নামেন্টেও ঢাকায় এসেছিলেন ওই বছর ভলিবল ওয়ার্ল্ড লীগে ম্যাচ পরিচালনাকারী এ ইরানি রেফারি। গতকাল সংবাদ সম্মেলনে ইয়াজদান পানাহ জানান, এশিয়ান সেন্ট্রাল জোনে বাংলাদেশসহ দল রয়েছে ১৫টি। নৈপুণ্যের ভিত্তিতে ইরান, ভারত, পাকিস্তানসহ ছয়টি দল রয়েছে সেন্ট্রাল জোনের শীর্ষ গ্রুপে। অন্য গ্রুপে রয়েছে বাংলাদেশসহ ৯টি দল। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, স্কুল প্রতিযোগিতা ও অনূর্ধ্ব-১৯ দল গঠনে কাজ করে যাচ্ছেন তারা। আর ফ্র্যাঞ্চাইজিভিত্তিক পেশাদার লীগ আয়োজনের পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। এক্ষেত্রে আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং, শেখ জামাল ধানমন্ডি, ব্রাদার্স ইউনিয়নের মতো শীর্ষ ক্লাবগুলোকে ভলিবল লীগে আনার চেষ্টা করছেন তারা। আর বঙ্গবন্ধু আন্তর্জাতিক টুর্নামেন্টের সফল আয়োজন শেষে বেগবান হবে তাদের চেষ্টা।
গত আসরে বৈদ্যুতিক গোলযোগে আগুন ধরেছিল ইনডোর ভেন্যুতে। বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি অল্পের জন্য। এবার সেদিকে বিশেষ নজর রয়েছে ফেডারেশনের। সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু বলেন, ‘গত আসরে টুর্নামেন্ট আয়োজনের ভুলত্রুুটিগুলো আমরা পর্যালোচনা করেছি। আশাকরি এবার আয়োজন আরো সুষ্ঠ ও সুন্দর হবে।’ এশিয়ান ভলিবল কনফেডারেশনের টেকনিক্যাল ডেলিগেট মাসুদ ইয়াজদান পানাহ ভেন্যু নিয়ে বলেন, ‘ইনডোর স্টেডিয়ামের আরো উন্নতি প্রয়োজন। আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হতে আরো যে সব বিষয় দরকার সেগুলো আমরা ফেডারেশনকে বলেছি।’



এবারের আসরে চ্যাম্পিয়ন দল তিন হাজার, রানার্সআপ দল দু’হাজার এবং তৃতীয়স্থান অর্জনকারী দল এক হাজার মার্কিন ডলার প্রাইজমানি পাবে। আগামীকাল  টুর্নামেন্টের উদ্বোধন করবেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন, আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ, এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এবং প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শেখর উপস্থিত থাকবেন।


   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status