এক্সক্লুসিভ

সাজা শেষ হলেও ১৪ নাগরিককে ফিরিয়ে নেয়নি মিয়ানমার

রাসেল চৌধুরী, কক্সবাজার থেকে

২০ এপ্রিল ২০১৮, শুক্রবার, ৮:৫৩ পূর্বাহ্ন

হাফেজ আহমদ মিয়ানমারের মংডুর আকিয়াবের মাইদি এলাকার আবুল হোসাইনের ছেলে। ২০০০ সালের ৫ই অক্টোবর অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে টেকনাফে আটক হন তিনি। এ ঘটনায় টেকনাফ থানায় পাসপোর্ট আইনে মামলা করা হয় (জিআর-১৭৯/২০০০ ও টেকনাফ থানা নম্বর-২/২০০০)। আদালতের দেয়া দন্ডে ৬ অক্টোবর ২০০০ সাল থেকে ২০০১ সালের ১৮ই জুলাই তার সাজা ভোগের মেয়াদ শেষ হয়। কিন্তু তিনি এখনো কারান্তরীণ রয়েছেন। ৩৫ বছর বয়সে কারাগারে ঢুকে আদালতের নির্দেশে ১০ মাস সাজা খাটলেও দীর্ঘ ১৮ বছর অকারণে কারাভোগ করে তিনি এখন মধ্য বয়সে এসে দাঁড়িয়েছেন। শুধু তিনি নন, তার দেশের এক নারীসহ আরো ১৩ জন একই ভাবে সাজা ভোগের পর এক বছর থেকে এক যুগ বিনাকারণে কারাগারের অন্ধ প্রকোস্টে দিনযাপন করছেন। তারাও পাসপোর্ট আইনসহ বিদেশী নাগরিক আইনে অভিযুক্ত। কক্সবাজার কারা সূত্রে পাওয়া তথ্যমতে, অভিযুক্তদের মাঝে মিয়ানমারের মংডুর আকিয়াবের
বদলাপাড়ার খলিলুর রহমানের ছেলে আবদুর রহিম (৩৮) ২০০২ সালের সেপ্টেম্বর কারান্তরীন হয়ে ২০০৬ সালের জুলাই মাসে সাজার মেয়াদ শেষ করেন। মংডুর ফকিরাবাজার এলাকার মৃত ইউছুফ আলীর ছেলে আলী আকবর (২৮) ২০০২ সালের সেপ্টেম্বর মাস থেকে ঢুকে সাজা শেষ করেন ২০০৫ সালের মার্চে। বুচিদংয়ের জব্বারপাড়ার মু. ইউনুছের ছেলে মো. সেলিম (৩২) ২০০১ সালের নভেম্বরে কারান্তরীণ হয়ে সাজা শেষ করেন ২০১১ সালের মে মাসে। একই এলাকার সাব্বির রহমানের ছেলে মুহাম্মদ রফিক (৩০) ২০০৭ সালের মে মাসে কারান্তরীণ হয়ে সাজা শেষ করেন ২০১১ সালের জুলাই মাসে। মংডুর পোকখালীর হাবিব উল্লাহর ছেলে বশির আহমদ (২৯) ২০১০ সালের জানুয়ারিতে ঢুকে সাজা শেষ করেন ২০১৫ সালের জানুয়ারিতে। আকিয়াব বলিবাজার এলাকার বসরের ছেলে নুরুল আমিন (২৪) ২০০৯ সালে কারান্তরিন হন আর সাজা শেষ করে ২০১৪ সালে।
বুচিদংয়ের হ্নীলা এলাকার মৃত মুজিবুরের ছেলে রাসেল (৪৫) ২০১৬ সালের অক্টোবরে কারান্তরিন হয়ে সাজা শেষ করেন ২০১৩ সালের ডিসেম্বর। একই এলাকার ইয়ং চয়ং পাড়ার আবদু শুক্কুরের স্ত্রী খতিজা (৫০) ২০১৭ সালের জানুয়ারি কারান্তরিন হয়ে একই বছরের সেপ্টেম্বরে কারাভোগের মেয়াদ শেষ করে। মংডুর তাতুইং গ্রামের মৃত
মংচিং মারমার ছেলে আবুচিং মারমা (২২) ২০১৭ সালের মে মাসে কারান্তরিন হয়ে একই বছরের জুলাই মাসে সাজাভোগ শেষ করেন। রাখাইন স্টেটের মমবা গ্রামের ওমারিন মিউ মারমার ছেলে হিং থাই নাই মারমা (২৪) ২০১৭ সালের জানুয়ারিতে কারান্তরীণ হয়ে একই বছরের নভেম্বরে সাজাভোগের মেয়াদ শেষ করেন। মিয়ানমারের বুচিদং মায়ুকং ওরফে মং কং মারমার ছেলে নিতওয়া (৫০) ২০১৩ সালের নভেম্বর কারান্তরীণ হয়ে ২০১৭ সালের জুনে সাজার শেষ করেন।  পলোয়া খায়ংপল্লীর মৃত লেচং-এর ছেলে হেইটং (৪৫) ২০০৮ সালের আগস্ট মাসে কারান্তরীণ হয়ে ২০১২ সালের জানুয়ারি সাজা শেষ করেন আর কেপ্রু এলাকার চউইং রাখাইনের ছেলে চিং অং রাখাইন ২০০৩ সালে কারান্তরীণ হয়ে ২০০৯ সালের অক্টোবরে সাজা শেষ করলেও এখনো কারাগারের চার দেয়ালে বন্দি রয়েছেন।
তথ্যমতে এমনিতেই ধারণ ক্ষমতার ৫ গুণ বন্দির চাপে রয়েছে কক্সবাজার জেলা কারাগার। তার ওপর সাজাভোগের পরও বছরের পর বছর এসব বন্দিদের রাখতে বাধ্য হওয়ায় অন্যদের জন্য এটি ভোগান্তিস্বরূপ। কারা কর্তৃপক্ষের হিসেবে প্রতি বছর শুধু আহার সংস্থানে এ ১৪ বন্দির পেছনে সরকারে খরচ প্রায় সোয়া ৪ লাখ টাকা। তাই বছরের পর বছর সরকারের লাখ লাখ টাকা এদের পেছনে গচ্ছা যাচ্ছে। এটার চেয়ে বড় কথা হলো মানব হিসেবে তাদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে চরমভাবে। কক্সবাজার জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. বজলুর রশিদ আখন্দ জানান, তাদের কারভোগের মেয়াদ শেষ হবার সাথে সাথেই সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে মিয়ানমারে পত্র পাঠানো হয়। কিন্তু এদের গ্রহণে মিয়ানমার কোন ধরণে আন্তরিকতা দেখাচ্ছে না। বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক সাধারণ সমপাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী রেজাউল করিম রেজা বলেন, সাজার মেয়াদ শেষেও কারান্তরীণ থাকা চরম মানবাধিকার লঙ্ঘন। মিয়ানমারে যেহেতু রোহিঙ্গা সংকট চলছে তাই বিশেষ বিবেচনায় এসব বন্দিদের ক্যামপ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের উদ্যোগ নেয়া বাঞ্ছনীয়। জেলা লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী হিসেবে কর্তৃপক্ষ চাইলে আমরা আইনিভাবে আন্তরিক সহযোগিতা দেব। কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, বিষয়টি জানা ছিল না। খোঁজ নিয়ে কী ব্যবস্থা নেয়া যায় কর্তৃপক্ষের সঙ্গে সে বিষয়ে আলোচনা করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status