বিনোদন

ভারতে আজ ‘চালবাজ’ বাংলাদেশে আগামী সপ্তাহে

স্টাফ রিপোর্টার

২০ এপ্রিল ২০১৮, শুক্রবার, ৮:০৭ পূর্বাহ্ন

কথা ছিল পহেলা বৈশাখ উপলক্ষে দুই দেশে একসঙ্গে মুক্তি পাবে ঢালিউডের শীর্ষনায়ক শাকিব খান ও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী অভিনীত নতুন ছবি ‘চালবাজ’। তবে বাংলাদেশে তথ্য মন্ত্রণালয়ে আটকে থেকে আমদানির আবেদনের অনুমোদন পেতে দেরী হওয়ায় ছবিটি ভারতে আগে মুক্তি পাচ্ছে এবং তা পাচ্ছে আজই। ছবিটি প্রযোজনা করেছে ভারতের এসকে মুভিজ। আর ভারত থেকে ছবিটি বাংলাদেশের দর্শকদের জন্য আমদানি করেছে এন ইউ আহম্মদ ট্রেডার্স। এ প্রতিষ্ঠানের কর্ণধার এবং চলচ্চিত্র প্রযোজক কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু গতকাল মানবজমিনকে বলেন, বাংলাদেশের দর্শক ভালো ছবি দেখার জন্য সবসময়ই অপেক্ষা করে। আর সিনেমা হল বাঁচানোর জন্য ভালো ছবি খুব বেশি প্রয়োজন এখন। আমদানি রপ্তানি নীতিমালায় ‘চালবাজ’ বাংলাদেশে এবং বাংলাদেশের ছবি ‘অজান্তে ভালোবাসা’ ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ‘চালবাজ’ এরইমধ্যে সেন্সরে জমা দেয়া হয়েছে। আশা করছি, খুব দ্রুত সেন্সর ছাড়পত্র হাতে পাব। আর ছাড়পত্র হাতে পাওয়ার পর ২৭শে এপ্রিল বাংলাদেশের দর্শক ছবিটি প্রেক্ষাগৃহে উপভোগ করতে পারবেন। আশা করি, ছবিটি দর্শক পছন্দ করবেন। গত ২৭শে মার্চ ছবির আমদানি-রপ্তানি কমিটি ‘চালবাজ’ ছবির আবেদন অনুমোদন দেয় বলে জানা যায়। এদিকে পয়লা বৈশাখে কলকাতায় ছবিটি মুক্তি পায়নি। এ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের ব্যবস্থাপনা পরিচালক অশোক ধানুকা জানান, যেহেতু বাংলাদেশে ছবি আমদানিতে বিলম্ব হয়েছে তাই এত স্বল্প সময়ের মধ্যে পয়লা বৈশাখে এ ছবিটি মুক্তি দেয়া সম্ভব হয়নি। তাই ২০শে এপ্রিল অর্থাৎ আজ ছবিটি ভারতের বেশকিছু প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ‘চালবাজ’ ছবিটি পরিচালনা করেছেন কলকাতার পরিচালক জয়দীপ মুখার্জি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status