খেলা

রোনালদোর গোলে বাঁচল রিয়াল

স্পোর্টস ডেস্ক

১৯ এপ্রিল ২০১৮, বৃহস্পতিবার, ১২:১৭ অপরাহ্ন

ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ দিকের গোলে হার এড়ালো জায়ান্ট রিয়াল মাদ্রিদ। গতকাল স্প্যানিশ লা লিগায় দুর্বল দল অ্যাটলেটিক বিলবাওয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা। চলতি লীগে প্রথম দেখায় বিলবাওয়ের সঙ্গে গোল শূন্য ড্র করে রিয়াল। এ ড্র’র ফলে ৩৩ ম্যােেচ ৬৮ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে বর্তমান চ্যাম্পিয়ান রিয়াল মাদ্রিদ। দিনের অন্য ম্যাচে গেতাফের কাছে ২-১ গোলে হেরে যাওয়া ভ্যালেন্সিয়া ৬৫ পয়েন্ট নিয়ে রয়েছে চতুর্থ স্থানে। ৮৩ পয়েন্ট নিয়ে সবার উপরে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে দুই নম্বরে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। বুধবার সান্টিয়াগো বার্নাব্যুতে ম্যাচের অষ্টম মিনিটে দানি কারভাহালের পাসে রোনালদোর হেড প্রতিপক্ষের গোলপোস্টে লাগলে নিশ্চিত গোল বঞ্চিত হয় রিয়াল মাদ্রিদ। এর পাঁচ মিনিট পর রিয়াল সমর্থকদের স্তব্ধ করে বিলবাওকে এগিয়ে দেন ইনকি উইলিয়ামস। পরে ২১তম মিনিটে বিলবাওয়ের গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেনি মার্কো আসেনসিও। ৩১তম মিনিটে টনি ক্রুসের অসাধারণ এক ফ্রি-কিক ঠেকিয়ে দেন বিলবাওয়ের গোলরক্ষক কেপা রিসাবালাগা। এর পরেও কয়েকবার সফরকারীদের গোলপেস্টের নিচে ত্রাতা হয়ে দাঁড়ান এ গোলরক্ষক। পরে ম্যাচের ৮৭তম মিনিটে লুকা মদ্রিচের পাসে নিখুঁত শটে বল জালে জড়ান ক্রিস্টিয়ানো রোনালদো। চলতি আসরে এ নিয়ে ২৪ গোল করলেন এ পর্তুগিজ সুপারস্টার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status