খেলা

অপরাজিত বার্সেলোনার আরেক রেকর্ড

স্পোর্টস ডেস্ক

১৯ এপ্রিল ২০১৮, বৃহস্পতিবার, ৯:৪২ পূর্বাহ্ন

স্প্যানিশ লা লিগায় আরো এক রেকর্ড গড়লো অপরাজিত বার্সেলোনা। মঙ্গলবার স্প্যানিশ লা লিগায় সেল্টা ভিগোর সঙ্গে ২-২ গোলের সমতায় খেলা শেষ করে কোচ আরনেস্তো ভালভার্দের শিষ্যরা। চলতি লা লিগায় ৩৩ ম্যাচে অপরাজিত রয়েছে বার্সা। লা লিগার এক মৌসুমে সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড এটি। গত বছরের ডিসেম্বরে লীগে প্রথম দেখায় নিজ মাঠে সেল্টা ভিগোর সঙ্গে একই ব্যবধানে ড্র করে বার্সা। লা লিগায় দুই মৌসুম মিলিয়ে টানা ৪০ ম্যাচে অপরাজিত রইল বার্সেলোনা। চলতি লা লিগায় বার্সার হাতে রয়েছে আরো পাঁচ ম্যাচ। এর মধ্যে ৬ পয়েন্ট পেলেই শিরোপা ঘরে তুলবে কাতালানরা। সেল্টা ভিগোর সঙ্গে ড্র’র পরেও দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে পরিষ্কার ১২ পয়েন্ট এগিয়ে রয়েছে বার্সা। চলতি লা লিগায় ৩৩ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৭১ পয়েন্টে তালিকার দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ। ৬৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। আর চতুর্থ স্থানে থাকা ভ্যালেন্সিয়ার পয়েন্ট ৬৫। আগামী শনিবার স্প্যানিশ কোপা দেল রে’র ফাইনালে সেভিয়ার মুখোমুখি হবে বার্সেলোনা। তাই এ ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার বিশ্রাম দেয়া হয় বার্সার চার সেরা খেলোয়াড় আন্দ্রেস ইনিয়েস্তা, সার্জিও বুসকেটস, ইভান রাকিটিচ ও লুইস সুয়ারেজকে। এ ছাড়া লিওনেল মেসিকে বাইরে রেখে বার্সার শুরুর একাদশ সাজান ভালভার্দে। এদিন সেল্টা ভিগোর মাঠে ম্যাচের ২৫তম মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার পাওলিনহোর হেড গোলপোস্টে লাগলে নিশ্চিত গোল বঞ্চিত হয় বার্সা। পরে ৩৬তম মিনিটে পাকো আলকাসারের পাসে বার্সাকে এগিয়ে দেন ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে। এর ৯ মিনিট পর স্বাগতিকদের সমতায় ফেরান স্প্যানিয়ার্ড মিডফিল্ডার জনি কাস্ত্রো। ৬০তম মিনিটে মিডফিল্ডার কুটিনহোকে তুলে মেসিকে নামান ভালভার্দে। এর চার মিনিট পর নেলসন সেমেদোর পাসে বার্সাকে ফের এগিয়ে দেন স্প্যানিয়ার্ড ফরোয়ার্ড পাকো আলকাসার। ৭১তম মিনিটে সার্জিও রবার্তো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশ জনের দলে পরিণত হয় বার্সা। নিজেদের ডি-বক্সের সামনে স্প্যানিয়ার্ড ফরোয়ার্ড থিয়াগো আসপাসকে পিছন থেকে টেনে ধরলে সরাসরি লাল কার্ড দেখেন তিনি। পরে ৮২তম মিনিটে আশপাশের গোলে এক পয়েন্ট নিশ্চিত করে সেল্টা ভিগো।   
এবারের লা লিগায় ৩৩ ম্যাচের ২৫টিতে জয় ও আট ম্যাচে ড্র নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এতে তারা ভেঙে দিলো রিয়াল সোসিয়েদাদেরই আরেক রেকর্ড। স্প্যানিশ লা লিগার এক মৌসুমে সর্বোচ্চ ৩২ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়ে সোসিয়েদাদ ১৯৭৯-৮০ মৌসুমে। সেবার শিরোপাও কুড়ায় সোসিয়েদাদ। আর দুই মৌসুম মিলিয়ে তারা অপরাজিত ছিল রেকর্ড ৩৮ ম্যাচে। এবারের লা লিগায় গত সপ্তাহে ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয় নিয়ে সেই রেকর্ড ভেঙে দেয় বার্সেলোনা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status