খেলা

জোড়া সেঞ্চুরিতে পোক্ত উত্তরাঞ্চল হাল ছাড়েনি পূর্বাঞ্চলও

স্পোর্টস রিপোর্টার

১৯ এপ্রিল ২০১৮, বৃহস্পতিবার, ৯:৪১ পূর্বাহ্ন

টসে হেরে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বিসিবি উত্তরাঞ্চল। প্রথম দিনে নাজমুল হোসেন শান্তর লড়াই মান বাঁচায় তাদের। ৫ উইকেট হারিয়ে তুলেছিল ২০৪ রান। কিন্তু দ্বিতীয় দিন তাদের দেখা গেল ভিন্ন রূপে। আগের দিন অপরাজিত থাকা দুই ব্যাটসম্যান হাঁকালেন সেঞ্চুরি। অধিনায়ক জহুরুল ইসলাম অমি ৪৩ রানে দিন শুরু করেছিলেন। কিন্তু নিজের ১২০তম প্রথম শ্রেণির ম্যাচে তুলে নিয়েছেন তৃতীয় সেঞ্চুরি। অন্যদিকে ১৭ রান নিয়ে দিন শুরু করে আরিফুল তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরি। এ দু’জন আউট হলেও দ্বিতীয় দিন তাদের স্কোর বোর্ডে যোগ হয় আরো ২১১ রান। শেষ পর্যন্ত প্রথম ইনিংসে উত্তরাঞ্চল থামে ৪১৫ রানে। দুই সেঞ্চুরির দিনে হাল ছাড়েননি পূর্বাঞ্চলের ব্যাটসম্যানরা। জবাব দিতে নেমে কোনো উইকেট না হারিয়ে ২৭ ওভারে ১১০ রানে দিনের খেলা শেষ করে পূর্বাঞ্চল।
আগের দিন দলের বিপর্যয়ে শেষ বিকালে দলের হাল ধরেছিলেন উত্তরাঞ্চলের অধিনায়ক জহুরুল। তাকে সঙ্গ দিতে এসে অলরাউন্ডার আরিফুলও অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন। কিন্তু দ্বিতীয় দিন পূর্বাঞ্চলের বোলারদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দেন দু’জনই। দু’জনের জুটিতে স্কোরবোর্ড স্পর্শ করে ৩৫০ রান। ঠিক সেই সময় ২৩৮ বলে ১১৩ রান করা জহুরুল আউট হন। এ রান করতে তিনি ১২টি চার হাঁকান। তার বিদায়ে স্কোর বোর্ডে আরো ৩০ রান যোগ হতেই আউট হন আরিফুল। তার ব্যাট থেকে আসে ২০১ বলে ১০১ রান, ৭টি চার ও একটি ছয়ের মারে। আগের দিন ২ উইকেট পাওয়া সোহাগ গাজী গতকাল নেন আরো দুই উইকেট। ২৫.৪ ওভারের স্পেলে ৯১ রানে এ অফস্পিনারের শিকার চার উইকেট। জবাবে ৬ চার ও ২টি ছয়ের মারে ৭০ বলে ৫২ রানে অপরাজিত থাকেন লিটন কুমার দাস। এটি তার প্রথম শ্রেণির ক্যারিয়ারে ১৯তম ফিফটি। অপর ওপেনার তাসামুল হক অপরাজিত থাকেন ৪৯ রানে।
সাদমানের আক্ষেপ, রাজ্জাকের
৬ উইকেট
অল্পের জন্য সেঞ্চুরি মিস করলেন সাদমান ইসলাম। তবে ওপেনার সাদমানের ব্যাটে ভর করে প্রথম ইনিংসে ১১১ রানের লিড পায় ওয়ালটন মধ্যাঞ্চল। গতকাল রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) পঞ্চম রাউন্ডের ম্যাচে দক্ষিণাঞ্চলের ১৯১ রানের জবাবে মধ্যাঞ্চলের প্রথম ইনিংস শেষ হয় ৩০২ রানে। ১৭৬ বলের ইনিংসে ১২ বাউন্ডারিতে ৯৩ রান করেন সাদমান ইসলাম। ক্যারিয়ারে প্রথম শ্রেণির আগের ৩২ ম্যাচে চারটি সেঞ্চুরি রয়েছে সাদমানের। দক্ষিণাঞ্চলের বল হাতে ৩১ ওভারের স্পেলে ১০৬ রানে ৬ উইকেট নেন বাঁ-হাতি স্পিনার আবদুর রাজ্জাক। ২ উইকেটে ১৫৪ রান নিয়ে গতকাল দলীয় ২২ রানে ষষ্ঠ উইকেট খোয়ায় মধ্যাঞ্চল। ব্যক্তিগত ১৫ রানে সাজঘরে ফেরেন তারকা ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। তবে সাত নম্বরে ব্যাট হাতে ৭০ বলে ১১ বাউন্ডারিতে ৫৪ রান করে ইরফান শুকুর। তরুণ স্পিনার নাঈম হাসান নেন ৮৩ রানে ৩ উইকেট। ১১৭ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারে রাজ্জাক ইনিংসে পাঁচ উইকেটের কৃতিত্ব দেখালেন ৩২ বার। এতে ক্যারিয়ারে তার শিকার দাঁড়ালো ৫২৪ উইকেটে। প্রথম শ্রেণির ক্রিকেটে পাঁচশ’ উইকেটের কৃতিত্ব দেখানো একমাত্র বাংলাদেশি বোলারও রাজ্জাকই।

সংক্ষিপ্ত স্কোর
উত্তরাঞ্চল-পূর্বাঞ্চল (মিরপুর, দ্বিতীয় দিন)
টস: পূর্বাঞ্চল (ফিল্ডিং)
উত্তরাঞ্চল প্রথম ইনিংস: ১২২.৪ ওভারে ৪১৫ (মিজানুর ৪৬, শান্ত ৭৩, জহুরুল ১১৩, আরিফুল ১০১; সাইফ ১/৩২, সোহাগ ৪/৯১, আশরাফুল ২/৬৩)
পূর্বাঞ্চল প্রথম ইনিংস: ২৭ ওভারে ১১০/০ (লিটন ৫২*, তাসামুল ৪৯*)।



সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন)
মধ্যাঞ্চল-দক্ষিণাঞ্চল
টস: মধ্যাঞ্চল, ফিল্ডিং
দক্ষিণাঞ্চল: ১৯১ ও ৫০/১ (বিজয় ৩১*, তানভীর ১/৫)
মধ্যাঞ্চল: ৩০২ (সাদমান ৯৩, ইরফান ৫৪, রাজ্জাক ৬/১০৬, নাঈম ৩/৮৩)।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status