বাংলারজমিন

ক্বীনব্রিজের অপরাধ আস্তানায় মেয়রের অভিযান

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৯ এপ্রিল ২০১৮, বৃহস্পতিবার, ৯:৩৩ পূর্বাহ্ন

সিলেটে নিষিদ্ধ পল্লী সন্ধ্যাবাজারে হানা দেয়ার পর এবার সিটি করপোরেশনের মালিকানাধীন ক্বীনব্রিজের নিচে অপরাধ আস্তানায় হানা দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বুধবার বিকালে সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে আকস্মিক এ অভিযানে এক নারীসহ ৩ জনকে আটক করা হয়। এ সময় গুঁড়িয়ে দেয়া হয় অপরাধ কর্মকাণ্ডের বেশ কয়েকটি আস্তানা। সিসিক সূত্র জানায়, সিটি করপোরেশনের মালিকানাধীন ক্বীনব্রিজের নিচ, আলী আমজদের ঘড়ি ঘরের আশপাশ এলাকায় দীর্ঘদিন ধরে ভাসমান কিছু লোক চুরি, ছিনতাই, মদ, জুয়া, অসামাজিক কার্যকলাপসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। স্থানীয় এলাকাবাসীদের অভিযোগের ভিত্তিতে সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী কোতোয়ালি থানার একদল পুলিশ নিয়ে অভিযানে নামেন। অভিযানে এক নারী সহ ৩ জনকে আটক করলেও মেয়রসহ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন ভাসমান পতিতা ও খদ্দের পালিয়ে যায়। আটক ৩ জন হচ্ছে, সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ গ্রামের মৃত সুজিতের মেয়ে টুনি বেগম (২৩), মৌলভীবাজার জেলার মিরপুর এলাকার গনি মিয়ার ছেলে লিটন মিয়া (১৯) ও সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার মোহনপুর গ্রামের মো. শাহনুর মিয়ার ছেলে সিয়াম আহমদ (২০)। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। কোতোয়ালি থানার অপসো অফিসার এসআই ফয়েজ আহমদ ফায়েজ জানান, আটক এক নারী ও দুই যুবকের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status