বিনোদন

সেই চঞ্চল মাহমুদের সঙ্গে প্রিয়দর্শিনী মৌসুমী

স্টাফ রিপোর্টার

১৯ এপ্রিল ২০১৮, বৃহস্পতিবার, ৯:২৬ পূর্বাহ্ন

দেশের মডেল ফটোগ্রাফির অগ্রপথিক হিসেবে চঞ্চল মাহমুদের দেশ-বিদেশে বেশ খ্যাতি রয়েছে। তার হাত ধরেই বাংলাদেশের মিডিয়া অঙ্গনে অনেক তারকার অভিষেক হয়েছে। ঠিক তেমনি অভিষেক হয়েছিল বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম সফল নায়িকা প্রিয়দর্শিনী মৌসুমীরও। চঞ্চল মাহমুদের ক্যামেরাতেই প্রথম ফ্রেমবন্দি হন মৌসুমী। বিজ্ঞাপনে মডেল হওয়ার আগে কিংবা চলচ্চিত্রে অভিনয়ের আগেই প্রথম তিনি চঞ্চল মাহমুদের ক্যামেরায় নিজেকে প্রথম দেখেন। আর তখনই মৌসুমী নিজের ফটোজেনিক সুন্দর মুখশ্রী সম্পর্কে অবগত হন। এরপর মৌসুমী বিজ্ঞাপনের মডেল হন, চলচ্চিত্রের নায়িকা হন। দেখতে দেখতে পেরিয়েও যায় চলচ্চিত্রে তার সফল রজতজয়ন্তী সময়। কিন্তু নিজেকে মিডিয়ার পথে এগিয়ে চলার উৎসাহ হিসেবে চঞ্চল মাহমুদের তোলা প্রথম সেই ছবির কথা ভুলেননি মৌসুমী। তাই তিনি চঞ্চল মাহমুদের প্রতি কৃতজ্ঞ। তবে পেশাগত কাজে দু’জনকেই ব্যস্ত থাকতে হয় বলে ঘরোয়া আড্ডায় একেবারেই সময় দেয়া হয় না দু’জনের। তাই দীর্ঘদিনের না বলা অনেক কথা, জমে থাকা অনেক স্মৃতির পসরা নিয়ে দু’জন সম্প্রতি এক ঘরোয়া আড্ডায় বসেছিলেন। মৌসুমী-ওমর সানীর নিমন্ত্রণে রাজধানীর উত্তরার প্রিয়াংকা সিটিতে চঞ্চল মাহমুদ ও তার সহধর্মিণী রায়না মাহমুদের সন্ধ্যার পর থেকে আড্ডা শুরু হয়ে শেষ হয় রাতের খাবারের শেষেরও অনেক পরে। অনেক না বলা কথাই সেদিন উঠে আসে দু’জনের গল্পে। দু’জনই অনেক আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন।
 চঞ্চল মাহমুদ বলেন, মৌসুমীর মতো শাবনূর, পপিরও ছবি আমার ক্যামেরাতেই প্রথম তোলা। এসব আজ কেবলই স্মৃতি। মৌসুমী অনেক অনেক ভালো মনের একজন মানুষ। তার আত্মাটা অনেক বড়। আমার সঙ্গে এখন খুব কমই দেখা হয়। কিন্তু কোনো অনুষ্ঠানে দেখা হলে সে পা ছুঁয়ে আমাকে সালাম করতে ভুলে না। আমার প্রতি তার শ্রদ্ধাবোধ দেখে আমি সবসময়ই বাকরুদ্ধ হয়ে যাই। প্রথম যেদিন মৌসুমী গাড়ি কিনেছিল, মনে আছে সেদিনই তার গাড়ি করে আমাকে নিয়ে ঘুরেছিল। দোয়া করি মৌসুমী তার স্বামী-সন্তানদের নিয়ে যেন সুখে থাকে। মৌসুমী বলেন, চঞ্চল ভাই এদেশের কিংবদন্তী একজন ফটোগ্রাফার। তার ক্যামেরায় নিজেকে প্রথম দেখেছিলাম। সেই স্মৃতি এখনো উজ্জ্বল। প্রায় বিশ বছর পর চঞ্চল ভাইয়ের সঙ্গে এমন সময় কাটালাম। কী যে ভালো লেগেছে তা ভাষায় প্রকাশ করতে পারবো না। দোয়া করি আল্লাহ তাকে সুস্থ রাখুন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status