খেলা

বেতন বাড়েনি ক্রিকেটারদের, কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ছয় ক্রিকেটার

স্পোর্টস রিপোর্টার

১৮ এপ্রিল ২০১৮, বুধবার, ৭:৩৭ পূর্বাহ্ন

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পরেছেন ছয় ক্রিকেটার।বাদ পড়া ক্রিকেটারদের মধ্যে রয়েছেন সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, কামরুল ইসলাম রাব্বি, ইমরুল কায়েস, তাসকিন আহমেদ এবং সাব্বির রহমান। শুধু ৬জন কমানোই নয়, ক্রিকেটারদের বেতন বাড়ানোর যে গুঞ্জন ছিল, সেটাও সত্য হয়নি। নতুন চুক্তিবদ্ধ ১০ ক্রিকেটারের কোনো বেতন-ভাতা বাড়ানো হয়নি। আজ বিসিবির কার্যনির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।
এছাড়া আফগানিস্তানের সঙ্গে ওয়ানডে নয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজটি ম্যাচ থাকবে তিন থেকে চারটি। বিপিএল এগিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে গতকালের বোর্ড সভায়। সভা শেষে বিসিবি প্রেসিডেন্ট বলেণ, ‘নীতিগতভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই শুরু হবে বিপিএলের আগামী আসর।’
বিপিএল সাধারণত অনুষ্ঠিত হয় নভেম্বরে। শুরু হয় নভেম্বরের ৪ তারিখ থেকে। তবে ৬ষ্ঠ আসরটি এগিয়ে এনে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে শুরুর করার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিপিএল নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত বছর নিয়ম করা হয়েছিল, প্রতিটি দল ৫জন করে বিদেশি খেলোয়াড় খেলাতে পারবে। এ নিয়ে কম সমালোচনা হয়নি। বিপিএলে স্থানীয় খেলোয়াড়দের কদর এ কারণে কমে যাবে- এসব কথাও বলা হয়েছিল; কিন্তু তাতে কান দেয়নি কর্তৃপক্ষ। তবে এবার সিদ্ধান্ত নেয়া হয়েছে, ৫ জন নয়, পূর্বের নিয়মে ৪জন বিদেশিই খেলাতে পারবে প্রতিটি দল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status