অনলাইন

গঙ্গা স্নানোৎসব

পানি দক্ষিণে প্রবাহিত না হয়ে হচ্ছে উত্তরে

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

১৮ এপ্রিল ২০১৮, বুধবার, ৭:১৯ পূর্বাহ্ন

 নদীর স্রোতধারা প্রবাহের চিরায়াত রূপ পরিবর্তন করে উত্তর দিকে প্রবাহিত হওয়ায় অতি প্রাচীনকাল থেকেই হিন্দু ধর্মালম্বীরা অক্ষয় তিথিয়াতে ব্রহ্মপুত্রের শাখা নদী বানার নদীতে স্নান করে আসছে। আজ বুধবার ভোর থেকে হিন্দু ধর্মালম্বীরা স্নানে মেতে উঠেন। বানার নদীর জল দক্ষিণ দিকে প্রবাহিত না হয়ে উত্তর দিকে প্রবাহিত হওয়ায় অতি প্রাচীনকাল থেকে প্রতি বছরের বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ায় হিন্দুদের   স্নানোৎব অনুষ্ঠিত হয়। স্নান উপলক্ষে বসেছিল মেলা। মেলাটি স্থানীয়ভাবে উত্তর বাহিনী মেলা নামে খ্যাত।

অক্ষয় তৃতীয় শুরু থেকে দলে দলে হিন্দু ধর্মালম্বীরা নদীতে ¯œানে মেতে উঠেন। ব্রক্ষপুত্রের শাখা নদী বানার নদীতে আগের সেই স্রোতধারা নেই। কোথাও জেগেছে চর। কোথাও হয়েছে জবরদখল। পানিতেই শতশত হিন্দু ধর্মালম্বী সেরেছে এ স্নান। এ ব্যাপারে এলাকাবাসী জানায়, অতি প্রাচীন কাল থেকে উত্তর বাহিনী নামক স্থানে স্নান হয়ে আসছে। প্রতিবছর দেশের বিভিন্ন স্থান থেকে স্নান করার জন্য আসে হিন্দু ভক্তরা। এ স্থানের সবচেয়ে বড় বৈশিষ্ঠ হচ্ছে নদীর পানি দক্ষিন দিকে প্রবাহিত না হয়ে উত্তর দিকে প্রবাহিত হয়েছে।

অক্ষয় তৃতীয়ার এ দিনে নদীর তীরে বসে মেলা। মেলায় ওঠে হরেক রকম পন্য। ক্রেতা ভীড় করে সকাল থেকে গভীর রাত পর্যন্ত। মেলাকে প্রানবন্ত করতে আশে পাশের গ্রাম গুলোতে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো হয়। প্রতিটি বাড়ীতে আতœীয় স্বজন এসে মেলার দিন ভীড় করে।

মেলায় আসা হিন্দু ধর্মালম্বী মুক্তিযোদ্ধা সুকুমার চক্রবর্তী (৭০) জানান, উত্তর বাহিনী মেলায় ¯œান করলে পাপ ক্ষয় হয়। অতি প্রাচীনকাল থেকে নদীতে স্নান  চলে আসছে।

¯œান করতে আসা হিন্দুদের অভিযোগ, উত্তর বাহিনী মেলায়  স্নান করতে আসাদের কোন নিরাপত্তা নেই। ¯œানের পর কাপড় বদলানোর কোন ব্যবস্থা না থাকায় মহিলারা বেকায়দায় পড়তে হয় অনেক সময়। হিন্দুদের এ তীর্থস্থানে মহিলাদের কাপড় বদল করার ঘর নির্মানের জন্য জোড় দাবী জানিয়েছেন তারা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status