অনলাইন

খালেদা জিয়ার বাসা থেকে পুলিশ প্রত্যাহার

স্টাফ রিপোর্টার

১৮ এপ্রিল ২০১৮, বুধবার, ৫:২৪ পূর্বাহ্ন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ফিরোজা’র নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ফিরোজার নিরাপত্তার দায়িত্ব পালনরত ৪ পুলিশ সদস্যকে বিকাল ৩টার দিকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গত ৮ই ফেব্রুয়ারি ঢাকার বিশেষ আদালত খালেদা জিয়াকে ৫ বছরের সাজা দেন। সেদিন থেকেই তিনি কারাবন্দি রয়েছেন পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডে-কেয়ার সেন্টারে। এদিকে বিএনপি চেয়ারপারসনকে কারাগারে পাঠানোর দুই মাসের বেশী সময় তার বাসভবনের সামনে পাহারায় নিযুক্ত ছিলেন এএসআই জাফরের নেতৃত্বে পুলিশের ৪ সদস্যের একটি টিম।

[কাফি]
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status