অনলাইন

রাজশাহীতে ৬ নারীসহ ৭ জেএমবি সদস্য আটক

স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে

১৮ এপ্রিল ২০১৮, বুধবার, ৫:০৮ পূর্বাহ্ন

রাজশাহীর গোদাগাড়ীতে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ৬ নারী সদস্যসহ ৭ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ বুধবার ভোরে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। বুধবার বিকেলে জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত তাদের তাদের নাম-পরিচয় গোপন রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
পুলিশের এই কর্মকর্তা জানান, গত পহেলা বৈশাখের (১৪ই এপ্রিল) দিন বিকেলে গোদাগাড়ী এলাকায় দুইজন বোরখা পরিহিত নারী বর্ষবরণের অনুষ্ঠান বিরোধী লিফলেট বিতরণ করছিলেন। বিষয়টি গোয়েন্দা পুলিশের নজরে আসলে তারা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। তদন্ত করে ছয় নারীকে শনাক্ত করা হয়। এরপর বুধবার ভোরে অভিযান চালিয়ে ছয় নারীসহ সাতজনকে আটক করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জেএমবির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এদের মধ্যে দুইজন পুলিশের তালিকাভুক্ত জেএমবি সদস্য এবং বাকিরা নতুন সদস্য। তিনি আরো জানান, আগেই আটককৃতদের নাম-পরিচয় জানানো হবে না। পরবর্তীতে সংবাদ সম্মেলন করে তাদের সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status