অনলাইন

নারায়ণগঞ্জে দুই জঙ্গির ২০ বছরের জেল

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে

১৮ এপ্রিল ২০১৮, বুধবার, ২:৫৪ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে ২০ বছর করে সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদ- দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ বিশেষ ট্রাইব্যুনাল-৭-এর বিচারক মোঃ আঃ হান্নানের আদালত এ রায় ঘোষণা করেন। এর আগে বুধবার (১১ এপ্রিল) জেএমবি সদস্য সাইফুল ইসলাম ও মফিজুল ইসলামের বিরুদ্ধে যুক্তিকর্ত (আর্গুমেন্ট) শেষে ১৮ এপ্রিল রায় ঘোষণার দিন ধায্য করেছিল আদালত। যুক্তি উপস্থানের সময় সাইফুল ইসলাম নিজেকে নির্দোষ দাবি করে যুক্তি তুলে ধরেছিলেন। সাইফুলের পক্ষে কোনো আইনজীবী ছিল না, তিনি নিজেই মামলা পরিচালনা করেন।  
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ জানান, একটি মামলায় মৃত্যুদন্ডসহ একাধিক মামলায় সাইফুলের বিরুদ্ধে সাজা হয়েছে। এরমধ্যে সাক্ষী শেষে সোনারগাঁও থানার একটি বিস্ফোরক আইনের মামলায় সাইফুল ইসলাম ও তার সহযোগী মফিজুল ইসলামের বিরুদ্ধে যুক্তিকর্ত (আর্গুমেন্ট) উপস্থাপন শেষে আদালত এ রায় দিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা বিভাগের মেজর আতিকুর রহমানের নেতৃত্বে একটি দল ২০০৬ সালের ২৯ ডিসেম্বর টাঙ্গাইল জেলার বায়না বাইপাস সড়কে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলিসহ জেএমবি সদস্য সাইফুলকে গ্রেপ্তার করে। সাইফুলের দেওয়া তথ্য অনুসারে, তাঁকে নিয়ে র‌্যাব সদস্যরা ২০০৭ সালের ১ জানুয়ারি সোনারগায়ের কোনাবাড়ি এলাকার মফিজুলের বাড়িতে অভিযান চালিয়ে ১৯টি দেশীয় তৈরি হ্যান্ডগ্রেনেড বডি, ৩১ প্যাকেট পাওয়ার জেল উদ্ধার করে। এঘটনায় র‌্যাবের ডিএডি আঃ ছালাম বাদী হয়ে মামলা করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status