খেলা

বার্সাকে রুখে দিল সেল্টা ভিগো

স্পোর্টস ডেস্ক

১৮ এপ্রিল ২০১৮, বুধবার, ১১:৪৬ পূর্বাহ্ন

বার্সেলোনাকে রুখে দিল দুর্বল সেল্টা ভিগো। গতকাল স্প্যানিশ লা লিগায় এগিয়ে থেকেও সেল্টার সঙ্গে ২-২ গোলে ড্র করে কোচ আরনেস্তো ভালভার্দের দল। এ নিয়ে আসরে টানা ৪০ ম্যাচে অপরাজিত রইল বার্সেলোনা। চলতি লা লিগায় বার্সার হাতে রয়েছে আরো পাঁচ ম্যাচ। এর মধ্যে ৬ পয়েন্ট পেলেই শিরোপা ঘরে তুলবে কাতালানরা। আর এ ড্র’র পরেও দ্বিতীয় স্থানে থাকা অ্যাটিলেটিকো মাদ্রিদের চেয়ে পরিস্কার ১২ পয়েন্ট এগিয়ে রয়েছে তারা। চলতি লীগে ৩৩ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৭১ পয়েন্টে তালিকার দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ। ৬৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। আর চতুর্থ স্থানে থাকা ভ্যালেন্সিয়ার পয়েন্ট ৬৫। গত বছরের ডিসেম্বরে নিজ মাঠে সেল্টা ভিগোর সঙ্গে ২-২ গোলে ড্র করে বার্সা। বুধবার বিশ্রামে ছিলেন বার্সার সেরা চার খেলোয়াড়  আন্দ্রেস ইনিয়েস্তা, সার্জিও বুসকেটস, ইভান রাকিটিচ ও লইস সুয়ারেজ। এছাড়া লিওনেল মেসিকে বাইরে রেখে বার্সার শুরুর একাদশ সাজান ভালভার্দে। এদিন সেল্টা ভিগোর মাঠে ম্যাচের ২৫তম মিনিটে পাওলিনহোর হেড গোল পোস্টে লাগলে নিশ্চিত গোল বঞ্চিত হয় বার্সা। পরে ৩৬তম মিনিটে পাকো আলকাসারের পাসে বার্সাকে এগিয়ে দেন ফরাসি ফরোয়ার্ড উসমান ডেম্বেলে। এর ৯ মিনিট পর স্বগতিকদের সমতায় ফেরান স্প্যানিয়ার্ড মিডফিল্ডার জনি কাস্ত্রো। ৬০তম মিনিটে মিডফিল্ডার কুটিনহোকে তুলে মেসিকে নামান ভালভার্দে। এর চার মিনিট পর নেলসন সেমেদোর পাসে বার্সাকে ফের এগিয়ে দেন পাকো আলকাসার। ৭১তম মিনিটে সার্জিও রবার্তো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশ জনের দলে পরিণত হয় বার্সা। নিজেদের ডি-বক্সের সমানে থিয়াগো আসপাসকে পিছন থেকে টেনে ধরলে সরাসরি লাল কার্ড দেখেন তিনি। পরে ৮২তম মিনিটে আসপাসের গোলে এক পয়েন্ট নিশ্চিত করে সেল্ট ভিগো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status